
ছবি:সংগৃহীত
রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় নির্মাণাধীন বাড়িতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ জুম্মন ইসলাম শান্ত (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। গ্রেফতার জুম্মন ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার নুরুল বাশারের ছেলে। সে ছিনতাই চক্রের সদস্য।
বুধবার বিকেলে রাজশাহী নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি স্টিলের চাকু, হাসুয়া, হাতুড়ি, জিআই পাইপ ও হকিস্টিক উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে রাজশাহী নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মারিয়া