ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রের ১৬ শহরে জয়ার ‘ডিয়ার মা’

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৪১, ২৯ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের ১৬ শহরে জয়ার ‘ডিয়ার মা’

‘ডিয়ার মা’ চলচ্চিত্রের পোস্টার

ভারতের প্রেক্ষাগৃহে ১৮ জুলাই মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরী নির্মিত এবং জয়া আহসান অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। মুক্তি পাওয়ার পর থেকে এটি বেশ প্রশংসিত হয়েছে। ছুটির দিনগুলোতেও সেখানকার সিনেমাহল হাউসফুল যাচ্ছে, জানা গেছে এমনটাও। এবার ভারতের গণ্ডি পেরিয়ে এটি মুক্তি পেতে যাচ্ছে উত্তর আমেরিকায়।

এই সিনেমার মধ্য দিয়ে, এই প্রথমবার কলকাতার কোনো সিনেমা সেখানকার এত বেশিসংখ্যক সিনেমা হলে মুক্তি পাচ্ছে। জয়া আহসান ২৮ জুলাই খবরটি নিজের ফেসবুক ওয়ালে জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, টালিউডের কোনো সিনেমার সর্ব বৃহত্তম উত্তর আমেরিকায় শুভ মুক্তি। ৮ আগস্ট থেকে আপনার শহরে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের ১৬টির বেশি শহরে একযোগে মুক্তি পাবে ‘ডিয়ার মা’। এই সিনেমায় জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায় প্রমুখ।
উল্লেখ্য, ১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত কলকাতার আরেকটি সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। মানব অস্তিত্বের নানা গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য দ্বন্দ্ব নিয়ে লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এটি নির্মাণ করেছেন সুমন মুখোপাধ্যায়। এখানে জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

প্যানেল হু

×