
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ তাদের সম্পর্কের তিন বছর পেরিয়েও অটুট বন্ধনে আবদ্ধ। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে ক্যাটরিনা তাদের সুখী দাম্পত্যের পেছনের রহস্য উন্মোচন করেছেন।
অভিনেতা আরবাজ খানের সঙ্গে আলাপচারিতায় ক্যাটরিনা জানান, তাদের সম্পর্কের মূলভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা ও ব্যক্তিগত পরিসর রক্ষা করা। তিনি বলেন, "আমি কখনো বিনা অনুমতিতে কারো ফোনে হাত দিই না— এমনকি সেটা আমার স্বামীর হলেও না। প্রত্যেকেরই কিছু ব্যক্তিগত জায়গা থাকে, যেটা সম্মানের যোগ্য।"
অন্যদিকে, ভিকি কৌশলও ক্যাটরিনাকে যথেষ্ট গুরুত্ব দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি বলেন, "ক্যাটরিনা আমার প্রতিটি কাজ মনোযোগ দিয়ে দেখে। একজন দর্শকের দৃষ্টিকোণ থেকে গঠনমূলক ফিডব্যাক দেয়। আমি তার কাছে অভিনয় সংক্রান্ত নানা বিষয়ে পরামর্শ নিই। কারণ, সে একেবারেই নিরপেক্ষ অবস্থান থেকে রিভিউ করে।"
এই পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের প্রতি আস্থাই ভিকি-ক্যাটরিনার সম্পর্ককে বলিউডের অন্যতম সফল দাম্পত্য জীবন হিসেবে টিকিয়ে রেখেছে।
রাজু