ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

২৫০ পর্বে ‘হাবুর স্কলারশিপ’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪, ২৯ জুলাই ২০২৫

২৫০ পর্বে ‘হাবুর স্কলারশিপ’

তানজিকা আমিন, অহনা রহমান, নীলা ইসলাম

বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ ২৫০ পর্বের মাইল ফলক ছুঁতে যাচ্ছে। পর্বটি প্রচার হবে আজ বুধবার। নাটকটি নিয়মিতভাবে প্রচার হচ্ছে প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে। অভিনেতা রাশেদ সীমান্ত এই প্রথম কোনো দীর্ঘ ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন।

রাশেদ সীমান্ত ছাড়াও অভিনয় করছেন, তানজিকা আমিন, অহনা রহমান, নীলা ইসলাম, শফিক খান দিলু, বিনয় ভদ্র, ফাতেমা হীরা, হায়দার আলী, সাইকা আহমেদ, নেহা মনি, সিদ্দিক মাস্টার, নিজামউদ্দিন, জামাল রাজা, ম আ সালামসহ অনেকে। নির্মাতা জানান, নাটকের সেকেন্ড চেয়ারম্যান দোলন চাপার একের পর এক কুট চালকে পেছনে ফেলে হাবু এখন নাটকের প্রতিবাদী চরিত্র হয়ে উঠছে। নাটকটি সমাজের সবশ্রেণির মানুষের কাছে সমান জনপ্রিয়তা পেয়েছে।
বাংলাদেশে টিভি মিডিয়ার ইতিহাসে এই প্রথম কোনো দীর্ঘ ধারাবাহিক নাটকের শূটিং বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় চিত্রায়িত হচ্ছে। ইউরোপের অন্যান্য দেশেও এ নাটকের শূটিং হবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান মিড এন্টারপ্রাইজ।

প্যানেল হু

×