ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সিজন ৩ এর জমজমাট আয়োজনে উচ্ছ্বসিত ছাত্ররা-ছাত্রীরা!

বাঙলা কলেজে গণিত বিভাগের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ম্যাথ র্হান্টার্স

রুমান হাসান তামিম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঢাকা

প্রকাশিত: ২২:০৬, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ০২:৩০, ৩০ জুলাই ২০২৫

বাঙলা কলেজে গণিত বিভাগের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ম্যাথ র্হান্টার্স

ছবি: জনকণ্ঠ

সরকারি বাঙলা কলেজের গণিত বিভাগের অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট ‘ম্যাথ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এ চ্যাম্পিয়নের মুকুট জয় করেছে ‘ম্যাথ হান্টার্স।’। ম্যাথ অ্যাসোসিয়েশন অফ বাঙলা কলেজ (MABC) কর্তৃক আয়োজিত সিজন ৩’-এর এই রানার্স আপ হয় ম্যাথ সিনিয়র। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করে যথাক্রমে ২০তম ব্যাচের ‘ম্যাথ কিংস’ এবং ২১তম ব্যাচের ‘ম্যাথ ডমিনেটর্স’।

মঙ্গলবার, ২৯ জুলাই সকাল ১১টায় বাঙলা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে গণিত বিভাগের চার দলের অংশগ্রহণে জমকালো এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভীন, এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রভাষক প্রসেনজিৎ গাইন। এছাড়া আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সম্মানিত শাহনাজ কাউসার পপি, নাসরিন জাহান চম্প্যা, জান্নাতুল ফৈরদৌস, সাদেকুন-নবী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

ম্যাচে ম্যাথ সিনিয়রস ও ম্যাথ হান্টার্স ১-১ গোলে সমতা আনায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ট্রাইব্রেকারে। দারুণ উত্তেজনায় পরিপূর্ণ টাইব্রেকারে ৪-২ গোল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ম্যাথ হান্টার্স। ম্যাচের নায়ক ছিলেন অধিনায়ক জিহাদ, যিনি ফাইনালের ‘ম্যান অফ দ্য ম্যাচ’ এবং ‘টুর্নামেন্ট সেরা খেলোয়াড়’ নির্বাচিত হন। টুর্নামেন্ট সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ম্যাথ সিনিয়র্সের জুনায়েদ ইসলাম।

চারটি দলের অংশগ্রহণে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলে। প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা, কৌশল ও প্রতিযোগিতার দারুণ সমন্বয়। সমগ্র টুর্নামেন্ট জুড়ে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মামুন হোসেন এবং সদস্যসচিব ছিলেন জিহাদ।

পুরস্কার বিতরণে উৎসবমুখর পরিবেশ:

টুর্নামেন্ট শেষে বিজয়ী ও বিজিত দল ছাড়াও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ও সেরা ম্যাচ পারফর্মারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। উদ্দীপনাময় সেই মুহূর্তে উপস্থিত সবাই করতালিতে মুখর হয়ে উঠেন।

প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান বলেন—“গণিত বিভাগের এই ধারাবাহিক আয়োজন আমাদের শিক্ষার্থীদের ক্রীড়ানুরাগ, নেতৃত্বগুণ ও ঐক্যবদ্ধ মনোভাবকে তুলে ধরছে। এটি শুধু খেলা নয়, একটি সাংগঠনিক শিক্ষা।”

বিশেষ অতিথি প্রফেসর মিটুল চৌধুরী বলেন, শিক্ষা ও খেলাধুলা যখন একসাথে এগিয়ে চলে, তখনই প্রকৃত শিক্ষা সম্পূর্ণ হয়। গণিত বিভাগকে অভিনন্দন এমন প্রাণবন্ত আয়োজনের জন্য।”

উক্ত অনুষ্ঠানের সভাপতি শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান নাহিদা পারভীন বলেন— “বিভাগের ছাত্র-ছাত্রীদের সততা, মেধা, পরিশ্রম ও নেতৃত্বগুণ সবসময় মুগ্ধ করে। তারা কেবল ভালো ছাত্র নয়, ভালো সংগঠক ও ক্রীড়াবিদ হিসেবে নিজেদেরকে প্রমাণ করে আসছে সবসময়। পড়াশোনার পাশাপাশি এইধরনের আয়োজনে যেকোনো প্রয়োজনে আমরা শিক্ষকেরা বিভাগ হতে সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত।”

সঞ্চালক প্রভাষক প্রসেনজিৎ গাইন, যিনি বলেন—“এটি ছিল কেবল একটি টুর্নামেন্ট নয়—ছিল ভালোবাসা, প্রতিযোগিতা ও বন্ধন তৈরির এক উৎসব। আমাদের ছেলেরা প্রতি বছরই এই ধরনের বিশেষ করে ফুটবল ও ক্রিকেট আয়োজন করে আসছে। 

MABC সভাপতি অনিমেষ ঢালী বলেন, "এটা গণিত বিভাগের ছাত্র-ছাত্রীদের পারস্পরিক সম্পর্ক ও নেতৃত্ব বিকাশের অনন্য প্ল্যাটফর্ম। ম্যাথ অ্যাসোসিয়েশন অফ বাঙলা কলেজ সব সময় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক এ ধরনের আয়োজনকে সবসময় প্রাধান্য দিয়ে আসছে। 

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক বলেন—"একটা টুর্নামেন্টে টানা পরিশ্রম করে শিরোপা জিততে পারাটা ভীষণ আবেগের। পুরো টুর্নামেন্টের জুড়ে যে সাপোর্ট আর টিমওয়ার্ক আমরা পেয়েছি—এটাই সবচেয়ে বড় সফলতা। ঐক্যই আমাদের শক্তি।”

রানার্স আপ দলের অধিনায়ক মেহেদী হাসান বলেন—" এটা আসলে কপালে ছিলো। ছোট্ট একটা ভুলে আমরা হেরে গেলাম। তবে শিরোপা হাতছাড়া হলেও, দলের পারফর্মেন্সে আমি গর্বিত। পুরো টুর্নামেন্টে জুড়ে আমার দলের প্রতিটি সদস্যের আত্মত্যাগ ছিলো চোখে পড়ার মতো।”

টুর্নামেন্ট সেরা গোলদাতা ম্যাথ সিনিয়র্সের জুনায়েদ বলেন— “পুরস্কার তো শুধু বাহ্যিক স্বীকৃতি, আসল আনন্দ ছিল মাঠে নামার। এই দলটার হয়ে খেলতে পেরেই আমি কৃতজ্ঞ। সবাই অনেক ভালে খেলেছে।

উল্লেখ্য, গণিত বিভাগের অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টের ধারাবাহিকতায় ২০২৩ সালে প্রথমবার শিরোপা জেতে ‘ম্যাথ হান্টার্স’, ২০২৪ সালে ম্যাথ ওয়ারিয়র্স’ এবং এক বছর পরে এসে এবার আবারও শিরোপায় ফিরলো ‘ম্যাথ হান্টার্স। 

শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শিক্ষকদের আন্তরিক উপস্থিতি গোটা আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। ভবিষ্যতেও এমন সৃজনশীল ও আনন্দঘন আয়োজন অব্যাহত থাকবে—এমনটাই  জানিয়েছেন আয়োজকরা।

Mily

×