ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে রয়েল পরিবহনের বাস দুর্ঘটনা, আহত ৫

নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ১১:০৫, ৩০ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে রয়েল পরিবহনের বাস দুর্ঘটনা, আহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দুগাছি বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে (রাত ১টা ৫৮ মিনিটে) ঢাকা থেকে বেনাপোলগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এই দুর্ঘটনায় অন্তত ৫ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুম বা অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচল বিঘ্নিত হয়, পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

নুসরাত

×