
ছবি: জনকণ্ঠ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচর মুহাম্মদপুর (তেগাছিয়া) বাজারের ব্রিজটির সঙ্গে অবশেষে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীর্ঘদিনের অবহেলা, অযত্ন এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে ব্রিজটির দুই পাশে সড়ক ধসে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, এই ব্রিজটি লক্ষ্মীপুরের রামগতি এবং নোয়াখালীর হাতিয়ার মুহাম্মদপুর এলাকার কয়েকটি গ্রামের মানুষের বাজারে যাতায়াত, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাচলের প্রধান সড়ক। কিন্তু বর্তমানে ব্রিজের দুই প্রান্তে সড়ক ভেঙে যাওয়ায় স্থানীয়দের চলাফেরায় মারাত্মক দুর্ভোগ নেমে এসেছে। বিকল্প কোনো সড়ক না থাকায় শিশু, বৃদ্ধ ও রোগীদের যাতায়াত এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বাজারের ব্যবসায়ী মো. রাকিব মুসাব্বির বলেন, “এই রাস্তা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। এখন হেঁটে যেতেও ভয় লাগে, গাড়ি তো চলেই না।”
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বহুবার আবেদন জানানো হলেও কোনো টেকসই ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অবশেষে এমন বিপর্যয়ের মুখে পড়েছে এলাকাবাসী।
এখনই যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে এই দুর্ভোগ আরও দীর্ঘস্থায়ী হবে এবং যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এম.কে.