ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রামের চন্দনাইশে ৭ মাসে ৩৪ মোবাইল কোর্টে ১৬ লক্ষ ৭৪ হাজার জরিমানা আদায়

৫ জনকে সাজা, ১১টি এস্কেভেটর, ৫টি ডাম্পার, ১৭’শ বোতল জব্দ

মো. দেলোয়ার হোসেন, চন্দনাইশ, চট্টগ্রাম

প্রকাশিত: ০৮:১৫, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ০৮:১৬, ৩০ জুলাই ২০২৫

চট্টগ্রামের চন্দনাইশে ৭ মাসে ৩৪ মোবাইল কোর্টে ১৬ লক্ষ ৭৪ হাজার জরিমানা আদায়

চন্দনাইশ সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ইট ভাটায় মোবাই কোর্ট পরিচালনা করছেন। ছবি: দৈনিক জনকণ্ঠ

চট্টগ্রামের চন্দনাইশে গত ৭ মাসে সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা নেতৃত্বে অভিযান পরিচালন করে মোবাইল কোর্টের মাধ্যমে ৩৪ মোবাইল কোর্টের মামলায় ৫ জনকে সাজা, ১৬ লক্ষ ৭৪ হাজার টাকা জরিমানা আদায়, ১১ টি এস্কেভেটর, ৫টি ডাম্পার, ১৭’শ গ্যাসের বোতল জব্দ করা হয়। পাশাপাশি ৩টি ব্রিক ফিল্ড বন্ধ করা হয়।  

জানুয়ারির ১ তারিখ কাঞ্চনগর ৩টি ইটভাটাকে ৩ লক্ষ টাকা, ৮ জানুয়ারী কাঞ্চনাবাদ ও হাশিমপুর এলাকায় ধানী জমির টপসয়ের কাটার অপরাধে ২টি এস্কেভেটর জব্দ, ১১ জানুয়ারি লর্ড এলাহাবাদ থেকে ১টি এস্কেভেটর জব্দ, ১৪ জানুয়ারি বহরম পাড়া এলাকায় ধানী জমির মাটি কাটার অপরাধে মো. জুবাইর (২৮), নুরুল কবির (২৭), হাবিবুর রহমান (২৫) কে ১ মাস করে সাজা প্রদান করা হয়। ১৮ জানুয়ারি সাতবাড়ীয়া থেকে ১টি এস্কেভেটর জব্দ, ২০ জানুয়ারী দক্ষিণ কাঞ্চননগরের অবৈধ গ্যাস ক্রস সিলিং এর সময় ১৯টি বোতল জব্দ, ১ লক্ষ টাকা জরিমানা, ২৭ জানুয়ারি ১টি এস্কেভেটর জব্দ, ১৭ ফেব্রুয়ারি বুলার তালুক এলাকায় রাইস মিলকে ৩৫ হাজার টাকা জরিমানা, ১টি এস্কেভেটর জব্দ, ২৬ ফেব্রুয়ারি জামিজুরীতে পাহাড় কাটার সময় ১টি এস্কেভেটর জব্দ, ২ মার্চ চন্দনাইশ থানা বাজারের ৩ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা, ৩ মার্চ দোহাজারী বাজারে ৬ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা, ৪ মার্চ দোহাজারী বাজারের ব্যবসায়ী আবদুল মান্নান, সাহাব উদ্দীন, মো. হাবিব, আব্দুল কাদের, মো. সোহেলকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা, ৮ মার্চ পুরাতন কলেজ গেইট এলাকায় ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা, ২০ মার্চ দোহাজারী সিটি সেন্টারের ব্যবসায়ী মো. নেজামকে ৫ হাজার, আবদুর রহিমকে ৩ হাজার, ফরমানুল ইসলামকে ১০ হাজার, গোলাম সেনকে ৩ হাজার টাকা জরিমানা, ১৭ মার্চ বৈলতলীতে ২ ব্যবসায়ীকে ৭ হাজার, চন্দনাইশে ৩ ব্যবাসয়ী ৩ হাজার, ২০ মার্চ ৩ ব্রিক ফিল্ডকে ৯ লক্ষ টাকা জরিমানা, একই দিন সাতবাড়িয়াতে ১০০ একর জমি উদ্ধার, ২৭ মার্চ কাঞ্চননগরের ৩টি ব্রিক ফিল্ড বন্ধ করে দেয়া হয়। 

২৩ এপ্রিল মহাসড়কে ৪ অবৈধ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা, ২৪ এপ্রিল দোহাজারী বাজারে ৬ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা, ২৬ এপ্রিল গাছবাড়িয়া কলেজ গেইট ১টি হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ৭ মে বরমা ও হাশিমপুর থেকে ২টি এস্কেভেটর জব্দ করা হয়, অবৈধ ৬৮০টি সিলিন্ডার বোতল জব্দ করা হয়। ১৩ মে সোনাইছড়ি থেকে ১টি এস্কেভেটর, ২টি ডাম্পার জব্দ, ১৪ মে দক্ষিণ হারলা থেকে ১টি এস্কেভেটর, ৩টি ডাম্পার জব্দ, ১৯ মে পূর্ব ছৈয়দাবাদে অবৈধ গ্যাস ক্রস ফিলিং করার সময় সহস্রাধিক বোতল জব্দ করা হয়। 

২১ মে রৌশনহাট ও বদুর পাড়ায় ২ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা, ২৬ মে বৈলতলী ও বাগিচাহাট এলাকায় ২ বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা, ৩০ জুন, গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় ১০ হাজার টাকা, বরমা ছৈয়দ বাজার এলাকায় অবৈধভাবে ৫টি গুইসাপ ধরার দায়ে মং ওয়াই বার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ১৪ জুলাই ২ হাজার ৫’শ মিটার অবৈধ চায়না দোয়ারী জাল জব্দ করে জ্বালিয়ে দেয়া হয়। একই দিন বালু উত্তোলনের দায়ে মো. করিমকে ১ মাস, শরিফুল ইসলামে ১ সপ্তাহের সাজা দেয়া হয়। ১৮ জুলাই হেলমেট ব্যবহার না করায় ৬ জন বাইক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

নোভা

×