
ছবি: জনকণ্ঠ
জুলাই গণ-আন্দোলনের বর্ষপূর্তিকে উপলক্ষ্যে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ কর্মসূচিতে ময়মনসিংহের হালুয়াঘাটের পৌর শহরের বিভিন্ন স্থানে দেওয়ালজুড়ে আঁকা হয়েছে প্রতিবাদী চিত্র।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সামনে সহ পৌর শহরের বিভিন্ন দেওয়ালে চিত্রাঙ্কনে অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। তাদের আঁকা ছবিতে উঠে এসেছে আন্দোলনের মুহূর্ত, শহিদের মুখচ্ছবি, প্রতিবাদী স্লোগান ও বার্তা।
চিত্রে দেখা যায়,শহিদ আবু সাঈদ,শহিদ মীর মুগ্ধ সহ বিভিন্ন প্রতিবাদী চিত্র তুলে ধরা হয়েছে ।
এক শিক্ষার্থী বলেন, আর যেন আমার ভাই-বোনদের ওপর গুলি না চালাতে পারে—এই প্রত্যাশায় আমরা ছবি আঁকছি। এটি আমাদের ছোট্ট প্রতিবাদ, একটি নতুন বাংলাদেশ গড়ার আশায়।
Mily