
ছবি: সংগৃহীত।
সাভার অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরচারীরা।
জানা গেছে, এদিন সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ওই এলাকায় অজ্ঞাত ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পান পথচারীরা। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেয়।
সাভার মডেল থানার এসআই মোহাম্মদ আব্দুস ছামাদ মল্লিক বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মিরাজ খান