ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

কাউনিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মঞ্জুরুল আহসান শামীম, কাউনিয়া, রংপুর

প্রকাশিত: ১৪:৪৪, ৩০ জুলাই ২০২৫

কাউনিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে এবং কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের "পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি)" স্কিমের আওতায় বৃত্তিপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় কাউনিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামছুজ্জামান আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ আখের আলী, অধ্যক্ষ রেজাউল করিম, প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, অভিভাবক কল্পনা আক্তার এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী ইশরাত জাহান ও মুজাতুল ইসলাম।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা বোর্ডের বৃত্তিপ্রাপ্ত ৩৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

নুসরাত

×