
ছবি: জনকণ্ঠ
ঢাকার কাঁসার শিল্প এক গভীর সংকটে পড়ে গেছে। এক সময় মানুষের নিত্যপ্রয়োজনীয় ও সামাজিক অনুষ্ঠানে ব্যবহার হতো কাঁসার বাসন-সামগ্রী। কিন্তু বর্তমানে চাহিদার অভাবে এই কারিগররা রোজগারের সন্ধানে হিমশিম খাচ্ছেন।
পুরান ঢাকার বংশাল এলাকায় কয়েকজন কাঁসার কারিগরের সঙ্গে কথা বলে জানা যায়, বহু বছরের ঐতিহ্যবাহী এই পেশায় এখন কাজের অভাব। কাঁসার তৈরি জিনিসের চাহিদা কমে যাওয়ায় অনেকেই বেকার হয়ে পড়েছেন।
৬৫ বছরের কারিগর আবদুল কাদের বলেন, আগে প্রতি মাসে অনেক অর্ডার আসতো। এখন মাসেও এক-দুইটা অর্ডার পাওয়া দায়। সংসার চালানো কঠিন হয়ে গেছে।
কারিগররা জানান, আধুনিক সময়ের প্লাস্টিক ও স্টিলের পণ্যের বাজারে আধিপত্য থাকায় কাঁসার পাত্রের চাহিদা হ্রাস পেয়েছে। পাশাপাশি কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন ব্যয় বেড়ে গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, কাঁসার শিল্প দেশের একটি ঐতিহ্য এবং শিল্প হিসেবে সমৃদ্ধি লাভের সুযোগ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা না পেলে এই শিল্প দ্রুত বিলুপ্তির পথে যাবে।
কারিগরদের জীবিকার নিরাপত্তার জন্য প্রয়োজন আধুনিক প্রশিক্ষণ, উপকরণ সরবরাহ ও বাজারজাতকরণ ব্যবস্থা।
কারিগর আবদুল মালেক জানান, “আমাদের শুধু একটা দাবি, ক্ষুধার্ত থাকতে চাই না, কাজ চাই।”
শিল্প-সংস্কৃতির রক্ষায় প্রয়োজনঃ
-
দক্ষ কারিগর প্রশিক্ষণ
-
আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ
-
সরকারি ও বেসরকারি উদ্যোগে কাঁসার পণ্য বাজারজাতকরণ
-
বিশেষ প্রদর্শনী ও মেলার আয়োজন
কারিগররা অনুরোধ করছেন, তাদের পেশাকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন।
মুমু ২