
ছবি: সংগৃহীত
ইন্টারনেটজুড়ে ভাইরাল হয়েছে একটি অপটিক্যাল ইলিউশন, যেখানে একটি সাধারণ দৃশ্যের মধ্যে লুকিয়ে আছে একাধিক বিড়াল। ব্যবহারকারীদের উদ্দেশ্য ছিল—ছবির মধ্যে থাকা সব বিড়াল খুঁজে বের করা, তাও আবার জুম না করে! আর সেই চ্যালেঞ্জই রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকের জন্য।
ছবিটি Reddit ব্যবহারকারী @rastroboy পোস্ট করেন। তাতে দেখা যায়, একটি পুরনো দালানের সিঁড়িতে একটি হলুদ জ্যাকেট পরা ব্যক্তি আরাম করে বসে আছেন। দৃশ্যটি প্রথম নজরে নিরীহ মনে হলেও, খুঁটিয়ে দেখলেই বোঝা যায়—সেখানে লুকিয়ে আছে অসংখ্য বিড়াল। কেউ সিঁড়ির ধাপে শুয়ে, কেউবা রেলিংয়ের পাশে, আবার কেউ মিশে গেছে পেছনের টেক্সচার আর ছায়ায়।
এই বিড়াল-ভিত্তিক ধাঁধা ইন্টারনেট ব্যবহারকারীদের নজর কাড়ে এক ঝলকেই। কেউ বলছেন ১৯টি, কেউ ২১টি, আবার কেউ দাবি করছেন ৩০টি বিড়াল দেখেছেন—যদিও কিছুটা সন্দেহ থেকে যায় সেটি আদৌ বিড়াল, নাকি ছায়া কিংবা প্রতিফলন! কেউ মজা করে বলেছেন, “হলুদ জ্যাকেট পরা লোকটাও বোধহয় একটা ‘কুল ক্যাট’, তাকে ধরা হবে নাকি?”
এই বিভ্রান্তিকর চিত্রে বিড়াল খুঁজে পাওয়ার চেয়েও বেশি জটিল হলো—কোনটা বিড়াল আর কোনটা ছায়া বা পোশাকের অংশ, তা আলাদা করা। ছবির এই অস্পষ্টতা ও দ্ব্যর্থতা নিয়েই চলছে তুমুল আলোচনা।
আপনিও কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? কতগুলো বিড়াল খুঁজে পেলেন আপনি?
শিহাব