ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী

আজ ২০ বছর বয়সী হলে সফটওয়্যার নয়, পদার্থবিজ্ঞান পড়তাম: জেনসেন হুয়াং

প্রকাশিত: ০৪:৫০, ৩০ জুলাই ২০২৫

আজ ২০ বছর বয়সী হলে সফটওয়্যার নয়, পদার্থবিজ্ঞান পড়তাম: জেনসেন হুয়াং

ছবি: সংগৃহীত

বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেছেন, যদি তিনি এখন ২০ বছর বয়সী হতেন, তাহলে সফটওয়্যারের বদলে পদার্থবিজ্ঞান বা অন্যান্য শারীরিক বিজ্ঞান পড়তেন। বেইজিংয়ে এক বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি।

হুয়াং বলেন, পদার্থবিজ্ঞান, রসায়ন, আর্থ সায়েন্স—এই ধরনের বিষয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সিস্টেম বাস্তব বিশ্বের নিয়ম-কানুন বোঝার ওপর নির্ভর করবে।

তিনি স্পষ্ট ব্যাখ্যা না দিলেও, অনেক দিন ধরেই হুয়াং "ফিজিক্যাল এআই" (Physical AI) নিয়ে কথা বলে আসছেন। এই নতুন এআই ধারাটি এমন রোবটিক সিস্টেম তৈরির কথা বলে, যা বাস্তব জগতের আইন মেনে কাজ করতে পারে—বিশেষত কারখানা বা শ্রম ঘাটতি পূরণের ক্ষেত্রে।

হুয়াং মনে করেন, ডিজিটাল প্রযুক্তিকে যদি বাস্তব জগতের যুক্তিবোধের সঙ্গে না মেলানো যায়, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সংকটাপন্ন হবে। একইসঙ্গে, তিনি বারবার সতর্ক করেছেন—এআই অনেক চাকরি বিলুপ্ত করতে পারে, যদি মানুষ নতুন সৃজনশীলতা ও মূল্য সৃষ্টির দিকে না যায়।

হুয়াংয়ের নেতৃত্বে এনভিডিয়া এখন এআই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে। মাত্র দুই বছরের ব্যবধানে কোম্পানিটি ১ ট্রিলিয়ন ডলার থেকে ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছে গেছে। গত পাঁচ বছরে এনভিডিয়ার শেয়ারের মূল্য বেড়েছে ১৫০০ শতাংশেরও বেশি।

বিশ্লেষকদের মতে, হুয়াংয়ের এই মন্তব্য শুধু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নয়, বরং প্রযুক্তি জগতের একটি গুরুত্বপূর্ণ বাঁক নির্দেশ করে—যেখানে কোড লেখার চেয়ে বাস্তব দুনিয়া বোঝা আগামী দিনে আরও বেশি মূল্যবান হয়ে উঠতে পারে।

আসিফ

×