
ছবি: সংগৃহীত
প্রথম দেখায় ছবিটিকে একটা শুঁয়োপোকার মতোই মনে হবে। কিন্তু ভালো করে তাকালে? এই চতুর অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে আপনার চোখ ও মস্তিষ্ককে—আপনি কি দেখতে পাচ্ছেন সত্যিটা?
অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম তৈরি করে এক ধরনের ভিজ্যুয়াল ধাঁধা, যা শুধু মজার নয়, বরং উপকারীও। এমন চিত্র আমাদের মস্তিষ্কের ভাবনার ধরণ পরীক্ষা করে, পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি উন্নত করে এবং সৃজনশীল চিন্তাভাবনায় উদ্দীপনা আনে। গবেষণা বলছে, নিয়মিত এ ধরনের ভিজ্যুয়াল পাজল অনুশীলন করলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে।
ছবিটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রথম নজরে মনে হবে এটি একটি শুঁয়োপোকা। কিন্তু কিছুক্ষণ মন দিয়ে তাকালেই বোঝা যায়, প্রকৃতির ভেতর লুকিয়ে আছে একঝাঁক রঙিন bee-eater পাখি।
এই বিভ্রমমূলক ছবি মূলত একই ধাঁচের আকার ও রং ব্যবহার করে আমাদের চোখকে ধোঁকা দেয়। যারা খেয়াল করে পাখিগুলো চিনতে পেরেছেন, তাদের জন্য রয়েছে দ্বিতীয় ধাপের চ্যালেঞ্জ—ছবিতে মোট কতটি পাখি আছে, সেটা কি আপনি গুনে বের করতে পারেন? মনে রাখবেন, এটা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ঠিক ততটাই কঠিন!
শিহাব