ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

ফটিকছড়িতে রাস্তার বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:০০, ২৯ জুলাই ২০২৫

ফটিকছড়িতে রাস্তার বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও এলাকাবাসী

উপজেলার নারায়ানহাট ইউনিয়নের নারায়ণহাট ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে জমিদারপাড়া (নদীর তীরবর্তী) পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। 

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কাঁদা-পানি জমে থাকায় প্রতিদিনই মানুষ ও যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও রোগী পরিবহনকারী যানবাহন।

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কটি সংস্কারের দাবি জানালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত সংস্কারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী তন্ময় নাথ জানান, রাস্তাটির বর্তমান অবস্থা শুনেছি। আইডিভুক্ত কিনা দেখে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

রিফাত

×