ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

প্রেমিক থেকে ভাই হতে চাওয়ায় হাতে বিষ নিয়ে প্রেমিকের দরজায় অনশন স্কুলছাত্রীর

প্রকাশিত: ০১:২০, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ০১:২০, ২৯ জুলাই ২০২৫

প্রেমিক থেকে ভাই হতে চাওয়ায় হাতে বিষ নিয়ে প্রেমিকের দরজায় অনশন স্কুলছাত্রীর

শরীয়তপুরের সখীপুরে প্রেমিকের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে প্রেমিকের বাড়ির সামনে বিষের বোতল হাতে অনশনে বসেছেন নবম শ্রেণির এক ছাত্রী। প্রেমের সম্পর্ক, শারীরিক ঘনিষ্ঠতা ও বিয়ের আশ্বাস সবই মিলিয়ে গড়ে উঠেছিল এক গভীর বন্ধন। কিন্তু হঠাৎ করেই প্রেমিক দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী, সেই সম্পর্ক থেকে সরে এসে ভাই-বোনের সম্পর্ক চায় বলে জানায় মেয়েটি।

ঘটনার সূত্রপাত এক বান্ধবীর মাধ্যমে তাদের পরিচয় হওয়ার মধ্য দিয়ে। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়, দেখা-সাক্ষাৎ বাড়ে এবং একপর্যায়ে তারা বন্ধুর বাসায় একাধিকবার একসঙ্গে সময় কাটায়। মেয়েটির অভিযোগ, ছেলে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই বিশ্বাসেই তিনি শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়েন।

মেয়েটি বলেন, “আমি ওরে বলছি, আপনি যদি বিয়ে না করেন, আমি মরে যাব। তবুও ও বলে, যা খুশি কর, আমার কিছু যায় আসে না।” এক পর্যায়ে হতাশ হয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে বিষের বোতল হাতে নিয়ে অনশন শুরু করেন তিনি। সঙ্গে ছিল প্রেমের প্রমাণ হিসেবে ছবি, চ্যাট ও কল রেকর্ড।

তবে প্রেমিক আগেই খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। মেয়েটি অভিযোগ করেন, তার উপস্থিতির পর ছেলের পরিবারের সদস্যরা তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, এমনকি ছেলের ছোট ভাই তার বাবাকেও টানাহেঁচড়া করে অপমান করে।

এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। অনেকেই বিষয়টিকে উপহাস করলেও, স্থানীয় কেউ কেউ মেয়েটির সাহস ও আত্মসম্মান রক্ষার সংগ্রামের পাশে দাঁড়িয়েছেন। তারা বলেন, “ভালোবাসা যদি সত্যিই ছিল, তাহলে প্রতিশ্রুতি ভঙ্গের খেসারত কে দেবে? নাকি মেয়েটি কখনো তার আত্মসম্মান ফিরে পাবে না?”

এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

(ছাত্রীর নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে নীতিগত কারণে)

Jahan

×