ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

শহীদ তামিমের কবর বাঁধাই করতে গিয়ে পাওয়া গেলো কালো জাদুর পুতুল-চিঠি

প্রকাশিত: ১৯:৩৪, ২৮ জুলাই ২০২৫

শহীদ তামিমের কবর বাঁধাই করতে গিয়ে পাওয়া গেলো কালো জাদুর পুতুল-চিঠি

ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের শহীদ তাহমিদ ভুইয়া তামিমের কবর বাঁধানোর সময় নরসিংদীর চিনিসপুর পূর্বপাড়া কবরস্থানে পাওয়া গেল এক বিস্ময়কর ও আতঙ্কজনক ঘটনা। কবর খুঁড়ে উদ্ধার করা হয় পলিথিনে মোড়ানো পুতুল, পিন এবং একটি চিঠি। রোববার এ ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

 

 

সরকারের উদ্যোগে শহীদ তামিমের কবর বাঁধানোর কাজ চলছিল। মিস্ত্রিরা কোদাল দিয়ে কবরের পায়ের পাশের মাটি খুঁড়ছিলেন। হঠাৎ কোদাল গিয়ে লাগে একটি শক্ত কিছুর সঙ্গে।

তারা দেখেন, মাটির নিচে পলিথিনে মোড়ানো কিছু একটা রয়েছে। খুলে দেখা যায়, একটি পুতুল, কয়েকটি পিন এবং একটি চিঠি সদৃশ কাগজ।

 

চিঠির ভাষ্য ছিল, "তাসলিমার মেয়ে তানজিনা ও ছেলে উজ্জ্বল—এই দুজনের মধ্যে ঝগড়া, বিবাদ ও বিচ্ছেদ হোক। তানজিনা যেন উজ্জ্বলকে শত্রু ভাবে।"

চিঠির এই লেখাগুলো দেখে সবাই হতবাক হয়ে যান। স্থানীয়দের দাবি, এটি কালো জাদু বা কুফরি কালাম।

 

প্রবীণ বাসিন্দা আলতাফ মাহমুদ বলেন, “ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা বহু পুরনো। সাধারণত এতে ব্যবহার করা হয় পুতুল, চুল, নখ, পাখি, তাবিজ বা ব্যক্তিগত কোনো বস্তু। লক্ষ্য ব্যক্তি যেন ক্ষতির শিকার হয়, সেটাই উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “এ ধরনের জিনিস পেলে তা পুড়িয়ে ফেলা বা পানিতে গলিয়ে ফেলা উচিত। আর সন্দেহজনক কিছু দেখলেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো জরুরি।”

শহীদ তামিমের বাবা রফিকুল ইসলাম বলেন, “এটি অত্যন্ত ভয়ানক ও অমানবিক কাজ। একজন শহীদের কবরকে ব্যবহার করে জাদুটোনা করা জঘন্য অপরাধ। ইসলাম স্পষ্টভাবে এ ধরনের কুফরি কাজ নিষেধ করেছে।”

 

 

তিনি আহ্বান জানান,“আমাদের সবাইকে এসব অন্ধবিশ্বাস ও শয়তানি কাজ থেকে সতর্ক থাকতে হবে এবং এসব ঘটনার বিচার ও প্রতিরোধে সোচ্চার হতে হবে।”

গত বছর গণঅভ্যুত্থানের সময় নরসিংদী শহরের জেলখানা মোড়ে গুলিতে নিহত হন তরুণ তামিম। তাকে শহীদ হিসেবে কবর দেওয়া হয় নরসিংদীর চিনিসপুর পূর্বপাড়া কবরস্থানে।
 

ছামিয়া

×