ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

ভিসা রিজেকশন ৭ বার! নাদিরের অভিজ্ঞতায় বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য অশনি সংকেত

আরাফাত ইয়াছার

প্রকাশিত: ০১:৫২, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ০১:৫৩, ২৯ জুলাই ২০২৫

ভিসা রিজেকশন ৭ বার! নাদিরের অভিজ্ঞতায় বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য অশনি সংকেত

ছবি: সংগৃহীত (নাদিরের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল)

জনপ্রিয় ভ্রমণ ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটর নাদির (Nadir On The Go) ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের জন্য ৭টি ভিসা আবেদন করেছিলেন, যার সবগুলোই বাতিল হয়েছে। সোমবার (২৮ জুলাই) নিজের ইউটিউব চ্যানেলে (সূত্র: YouTube/@NadirOnTheGo, 28 July 2025) এক ভিডিওতে তিনি জানান, বাংলাদেশি পাসপোর্টধারীদের প্রতি কিছু দেশের ‘overstay’ ও ‘illegal entry’ সন্দেহ এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ছবি: সংগৃহীত

নাদির জানান, ভিসা প্রত্যাখ্যাত হওয়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে:

  • বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের অতীত অভিজ্ঞভা (যেমন: অনুপ্রবেশের চেষ্টা, ওভারস্টে)
  • ‘ইনটেনশন টু রিটার্ন’ নিয়ে সংশয়
  • কিছু ক্ষেত্রে শুধুই পাসপোর্টের দেশ দেখে রিজেকশন

তিনি বলেন, “It’s frustrating. I’ve never overstayed or broken rules. But still, I’m paying the price for others’ mistakes.” (সূত্র: YouTube/@NadirOnTheGo, 28 July 2025)।

ভ্রমণপিপাসু অনেক তরুণ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন। কেউ লিখেছেন, ‘ছোট একটা দেশ, অথচ এত বড় নিষেধাজ্ঞা আমাদের মাথায়।’

নাদিরের এই অভিজ্ঞভা তার কোটি ভক্তকে হতাশ করলেও, তিনি অনুপ্রেরণার বার্তাও দেন-‘ভিসা না পাওয়া মানে এই না যে স্বপ্ন থেমে যাবে। আমি চালিয়ে যাব।’

ছবি: সংগৃহীত

নাদিরের পোস্ট করা ‘Visa Rejected’ সাইনসহ পাসপোর্ট হাতে ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হযেছে। অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন এবং নীতিগতভাবে বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা বাড়ানোর আহ্বান জানাচ্ছেন।

বিশ্লেষকরা বলছেন, এ সমস্যা শুধু ব্যক্তিগত নয়-এটি বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজের সঙ্গে সম্পর্কিত। সরকারি পর্যায়ে আলোচনা ও পারস্পরিক চুক্তি ছাড়া এমন পরিস্থিতির উন্নতি অসম্ভব।

ছবি: সংগৃহীত

নাদিরের অভিজ্ঞতা হাজারো ভ্রমণপ্রেমীর মন ভাঙলেও, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়-একটি দেশের পাসপোর্ট শুধু কাগজ নয়, এটি আন্তর্জাতিক আস্থার প্রতীক। যতক্ষণ পর্যন্ত কিছু ভুল মানুষ সিস্টেমকে অপব্যবহার করবে, ততক্ষণ ভালো মানুষদের ভোগান্তি চলবে।

 

রাকিব

আরো পড়ুন  

×