
ছবি: সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ার বর্ষীয়ান নেতা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ এ বছর ১০০ বছরে পা রেখেছেন। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় তিনি মালয়েশিয়ার রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। গত ১১ জুলাই ছিল তাঁর শততম জন্মদিন।
জন্মদিন উপলক্ষে ড. মাহাথির মোহাম্মদকে বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান শুভেচ্ছা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, সুফি মোহাম্মদ মিজানুর রহমান ড. মাহাথির মোহাম্মদের সাথে তাঁর কার্যালয়ে দেখা করে তাঁকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।
এছাড়া, ভিডিওতে দেখা যায়, সুফি মোহাম্মদ মিজানুর রহমান ড. মাহাথির মোহাম্মদকে জন্মদিনের উপহার হিসেবে আঁতর (সুগন্ধি) ও খেজুর দিয়েছেন।
রাকিব