ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

কুমিল্লার আলোচিত ট্রিপল মার্ডার মামলায় বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ১৩:৪৮, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ১৪:০৭, ২৯ জুলাই ২০২৫

কুমিল্লার আলোচিত ট্রিপল মার্ডার মামলায় বিএনপি নেতা গ্রেফতার

ছবি: জনকণ্ঠ

কুমিল্লার মুরাদনগরে মা-মেয়ে সহ আলোচিত ট্রিপল মার্ডার মামলায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম সরকারকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার পীর কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র ওসি মোঃ আবদুল্লাহ।

সূত্র জানায়, গত ৩ জুলাই মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী এলাকায় আলোচিত ট্রিপল মার্ডার মামলায় বিএনপি নেতা শাহ আলম সরকারের সম্পৃক্ততা পাওয়া গেছে। রিমান্ডে থাকা অন্যান্য আসামিদের কাছ থেকেও ওই বিএনপি নেতার নাম এসেছে। প্রাথমিক তদন্ত ও নানা দিক বিশ্লেষণ করেই তাকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপি নেতা শাহ আলমের ছেলে, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ আজিজ সরকার মুন্না সাংবাদিকদের বলেন, পীর কাশিমপুর গুলশানে চিশতিয়া মসজিদের সামনে থেকে বাবাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এরপর কয়েক ঘণ্টা উৎকণ্ঠায় ছিলাম। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানায় খোঁজখবর নিয়েও কোনো তথ্য পাইনি। রাত সাড়ে ১১টার দিকে বাবা ডিবি অফিস থেকে একজনের মোবাইলে ফোন করে জানান, ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার কুমিল্লা ডিবি পুলিশের ওসি মোঃ আবদুল্লাহ জানান, শাহ আলমকে তুলে নেওয়া হয়নি। তাকে গতরাতে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

মুমু ২

×