ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

টঙ্গীতে ৯ আওয়ামী লীগ নেতাসহ ১৭ জন গ্রেপ্তার

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী

প্রকাশিত: ২৩:১৮, ২৯ জুলাই ২০২৫

টঙ্গীতে ৯ আওয়ামী লীগ নেতাসহ ১৭ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

টঙ্গী পূর্ব পশ্চিম থানার বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৯ নেতাকর্মীসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) টঙ্গীর দুই থানা পুলিশ এই তথ্য জানায়। পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলো, টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গাজী ইকবাল, যুবলীগ নেতা হারুন অর রশিদ, বিদ্যুৎ সিকদার, রিকশা শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সুজন, আওয়ামী লীগ কর্মী কাশেম মোল্লা, মনিরুল ইসলাম মনু,  মনির হোসেন, ইয়াসিন আরাফাত, সোহেল খান, ও বাচ্চু মিয়া। এদেরকে রাজনৈতিক কারনে গ্রপ্তার করা হয়। অন্যদের ছিনতাইসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।


টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পূর্ব থানায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মীসহ ১৪ জনকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আঁখি

×