ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

পরিবার সঞ্চয়পত্রে মুনাফা কত, যেভাবে কিনবেন

প্রকাশিত: ১২:৫১, ৩০ জুলাই ২০২৫

পরিবার সঞ্চয়পত্রে মুনাফা কত, যেভাবে কিনবেন

ছবি: সংগৃহীত।

তুলনামূলক বেশি মুনাফা ও মাসিক টাকা উত্তোলনের সুবিধায় পরিবার সঞ্চয়পত্র এখনো অনেকের প্রথম পছন্দ।
৫ বছরের মেয়াদি এই সঞ্চয় স্কিমে বার্ষিক মুনাফা সর্বোচ্চ ১২ দশমিক ৩৭ শতাংশ পর্যন্ত পৌঁছে, যা বর্তমানে চালু থাকা সঞ্চয়পত্রগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

কত টাকায় কিনতে পারবেন?

  • ১০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন।
  • একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত কেনা যাবে।

মুনাফা কেমন?

একজন ক্রেতা সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত একক নামে পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। অন্য সঞ্চয়পত্র যৌথ নামে কেনার সুযোগ থাকলেও পরিবার সঞ্চয়পত্র যৌথ নামে কেনা যায় না।

এই সঞ্চয়পত্রের মুনাফা দুইভাগে বিভক্ত। যেমন সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত প্রথম বছর শেষে ১০ দশমিক ২০ শতাংশ; দ্বিতীয় বছর শেষে ১০ দশমিক ৭২ শতাংশ, তৃতীয় বছর শেষে ১১ দশমিক ২৮ শতাংশ, চতুর্থ বছর শেষে ১১ দশমিক ৮৭ শতাংশ ও পঞ্চম বছর শেষে বা মেয়াদ পূর্ণ হলে সাড়ে ১২ শতাংশ মুনাফা মিলবে। চলমান সঞ্চয় স্কিমগুলোর মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা।

অন্যদিকে সাড়ে ৭ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফার হার প্রথম বছর শেষে ১০ দশমিক ১১ শতাংশ; দ্বিতীয় বছর শেষে ১০ দশমিক ৬২ শতাংশ, তৃতীয় বছর শেষ ১১ দশমিক ১৭ শতাংশ, চতুর্থ বছর শেষে ১১ দশমিক ৭৫ শতাংশ ও পঞ্চম বছর শেষে বা মেয়াদ পূরণ হলে ১২ দশমিক ৩৭ শতাংশ।

মাসিক মুনাফা নেওয়ার পর পাঁচ বছর শেষে মূল টাকা ফেরত পাওয়া যায়। মেয়াদপূর্তির আগে নগদায়ন করলে মাসিক মুনাফা কর্তন করে সরকার বাকি অর্থ ফেরত দেবে। যেমন প্রথম বছর চলাকালে এক লাখ টাকা ভাঙালে মুনাফা পাওয়া যাবে না।

কারা কিনতে পারবেন?

  • শুধুমাত্র ১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশি নারীরা
  • শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী
  • ৬৫ বছরের বেশি বয়সী যেকোনো পুরুষ বা নারী

কোথায় পাওয়া যায়?

  •  জাতীয় সঞ্চয় অধিদপ্তর
  • বাংলাদেশ ব্যাংকের শাখা
  • ডাকঘর
  • নির্ধারিত বাণিজ্যিক ব্যাংক

কর কাটা হয় কত?
৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে: মুনাফার উপর ৫%
৫ লাখ টাকার বেশি বিনিয়োগে: মুনাফার উপর ১০% উৎসে কর

বাড়তি সুবিধা

  • প্রতি মাসে মুনাফা তোলার সুযোগ
  • নমিনি পরিবর্তন বা বাতিল করা যায়
  • গ্রাহকের মৃত্যুর পরও নমিনি টাকা তুলতে পারেন
  • হারিয়ে গেলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু হয়

বিক্রি কমেছে কেন?

  • চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে (জুলাই–অক্টোবর) পরিবার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৮,৮৫৫ কোটি টাকা
  • আগের বছরের একই সময়ে ছিল ১২,৮৮৫ কোটি টাকা
  • বিক্রি কমেছে প্রায় ৩১%!

আপনি যদি নিরাপদ ও নিয়মিত আয়ের একটি নিশ্চিত পন্থা খুঁজে থাকেন, পরিবার সঞ্চয়পত্র হতে পারে আপনার সেরা পছন্দ। বিস্তারিত জানতে নিকটস্থ ব্যাংক বা ডাকঘরে খোঁজ নিন আজই!

নুসরাত

×