
ছবি: সংগৃহীত
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় সবাইকে আহ্বান জানিয়েছেন একটি বিশেষ চলচ্চিত্র দেখার জন্য। তিনি লিখেছেন, “আজ যদি একটি ভিডিও দেখার হয়, তাহলে দেখে ফেলুন ‘Will you ever sleep, Ma?’”
তিনি বলেন, “শুধু শুরুর কয়েকটা মিনিট সহ্য করুন, তারপর এই চলচ্চিত্র আপনাকে টেনে নিয়ে যাবে এক হৃদয়বিদারক যাত্রায়, যা আপনাকে গভীরভাবে নাড়িয়ে দেবে, চেতনায় কাঁপন তুলবে।”
এই চলচ্চিত্রে উঠে এসেছে ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের শেষ কিছু ঘণ্টা, তাঁদের বেড়ে ওঠার গল্প, এবং কী নির্মমভাবে একটি দানবীয় শক্তি তাদের জীবনের অপমৃত্যু ঘটায়।
ফারুকী লিখেছেন, “তাদের অনুপস্থিতি চিৎকার করে জানান দেয়, তারা নেই। এইসব উত্তর মিলে যাবে শহীদদের মায়েদের সাক্ষ্য আর চোখের ভাষায়। কারণ সেই চোখগুলো মনে রাখে সবকিছু।”
এই চলচ্চিত্রকে তিনি অভিহিত করেছেন “আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ” হিসেবে।
পরিচালক নাজমুল হাসান শুকর্ণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফারুকী লেখেন, “অসাধারণ কাজ করেছেন নাজমুল হাসান শুকর্ণ!” তিনি আরও জানান, এই চলচ্চিত্রটি দেখা যাবে চিফ অ্যাডভাইজারের অফিসিয়াল পেজে।
এই বার্তাটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।
আসিফ