ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন ট্র্যাজেডি ॥ ভয়-আতঙ্কে থাকা শিক্ষার্থী শিক্ষক, অভিভাবকদের কাউন্সেলিং

দগ্ধদের অবস্থা অপরিবর্তিত আইসিইউতে ৩ জন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:২৯, ২৯ জুলাই ২০২৫

দগ্ধদের অবস্থা অপরিবর্তিত আইসিইউতে ৩ জন

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে দগ্ধদের অবস্থা অপরিবর্তিত

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে দগ্ধদের অবস্থা অপরিবর্তিত রয়েছে। এখনো আইসিইউতে রয়েছে ৩ জন। এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তারা এখনো আতঙ্কে রয়েছেন। তাদের মানসিক অবস্থা স্বাভাবিক করতে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য বিমান বাহিনী ও ব্র্যাক বিশেষ কাউন্সেলিং সেবা চালু করেছে। গত সোমবার থেকে তাদের কাউন্সেলিং করানো হচ্ছে। 
মঙ্গলবার দুপুরে স্কোয়াড্রন লিডার ওয়ালিল্লাহিল বলেন, বিমান বাহিনীর অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প সোমবার থেকে শুরু হয়েছে। সেদিন রোগীর সংখ্যা ছিল ১১৯ জন। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১১০ জন চিকিৎসা নিয়েছেন। দুপুর ২টা পর্যন্ত এ চিকিৎসা সেবা চলবে। এই কাউন্সেলিং ইউনিটে প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ কাউন্সেলররা (পরামর্শক) সেবা দিচ্ছেন। 
বাপ্পী নামে এক অভিভাবক বলেন, তার মেয়ে ক্লাস নাইনে পড়ে। মেয়েকে কাউন্সেলিং করাতে এনেছেন। তিনি বলেন, তার মেয়ে বিমানের শব্দ শুনলে ভয় পাচ্ছে। রাতে ভালোমতো ঘুমাতেও পারছে না।
রিয়া নামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলেন, সেদিনের দৃশ্য চোখে দেখার পর কোনো কিছুই ভালো লাগছে না। আমার কাছের কয়েকজন পরিচিত মারা যাওয়ায় ঘুমাতেও পারছি না।
বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরু আরও এক দফা পিছিয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে ছুটি বাড়িয়ে আগামী ২ আগস্ট (শনিবার) পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের সুরক্ষা ও মানসিক স্থিতি পুনঃস্থাপনই আমাদের মূল লক্ষ্য। তাই আবার ছুটি বাড়ানো হয়েছে। তবে ছুটির মধ্যেও প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। 
এ ছাড়া এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ক্ষতিগ্রস্তদের সহায়তায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল জরুরি ভিত্তিতে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে। 
ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ কমিটি গঠন, আউটডোর সেল চালু, হাসপাতালের অন্তর্বিভাগে বেড সংরক্ষণ, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আউটরিচ-সেবা চালু এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের (বিএসপি) সঙ্গে সমন্বয়ে হটলাইন-সেবা চালু করা হয়েছে। 
হটলাইন নম্বরগুলো হচ্ছে- সকাল ১০টা- দুপুর ২টা ০১৮৩৫১৫৪৩৪১/ ০১৮৩৫১৫৫৫২১, দুপুর ২টা – বিকেল ৬টা ০১৮৩৫১৫৩২৬২/০১৮৩৫১৫৪৩৪০, বিকেল ৬টা Ñ রাত ১০টা ০১৮৩৫১৫৩০০৫/০১৮৩৫১৫৬২৬২।
এ ছাড়া ২৪ ঘণ্টা জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগাযোগ করতে বলা হয়েছে। ইতোমধ্যে রোগী ভর্তি হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া সোমবার  দুপুর ১২টায় ‘শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে’ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত করতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্ঘটনায় আক্রান্তদের মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয় এবং মঙ্গলবার একটি খসড়া কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে, যা আজ বুধবার চূড়ান্ত করা হবে।
আইসিইউতে ৩ জন ॥ বিমান দুর্ঘটনায় দগ্ধদের অবস্থা অপরিবর্তিত রয়েছে। এখনো আইসিইউতে রয়েছে ৩ জন। তবে দগ্ধ সকল রোগীকে ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসায় গুরুত্ব দেওয়া হচ্ছে। 
মঙ্গলবার বেলা ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। 
তিনি বলেন, এখন ৩৩ জন রোগী এখানে ভর্তি রয়েছে। ৩ জন গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছে। তাদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছে ৮ জন। ১৯ জন কেবিনে ও বাকিরা অন্যান্য ওয়ার্ড ভর্তি রয়েছে। তবে সোমবার থেকে এখন পর্যন্ত তাদের সবার অবস্থা অপরিবর্তিত রয়েছে। 
তিনি বলেন, মঙ্গলবার কাউকে ছুটি দেওয়া হচ্ছে না। তবে চলতি সপ্তাহে পর্যায়ক্রমে কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে। দগ্ধ সকল রোগীকে ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হচ্ছে। যাদের ছুটি দেওয়া হচ্ছে তারা পরবর্তীতে ফলোআপ চিকিৎসার জন্য আসবে। তাদের পরবর্তীতে অপারেশনও লাগতে পারে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক।

প্যানেল হু

×