ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিমকে শেরপুর জেলা পুলিশের বিদায় সংবর্ধনা

মারুফুর রহমান, শেরপুর

প্রকাশিত: ২৩:৪৩, ২৯ জুলাই ২০২৫

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিমকে শেরপুর জেলা পুলিশের বিদায় সংবর্ধনা

শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিমের চাকরি থেকে অবসর (পিআরএল) গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী এ কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেন শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেন, “মোঃ আব্দুল করিম ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, দায়িত্বশীল এবং মানবিক গুণসম্পন্ন একজন পুলিশ কর্মকর্তা। কর্মক্ষেত্রে তিনি সর্বদা শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের প্রতীক হয়ে ছিলেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও সেবামনস্কতা শেরপুর জেলার পুলিশ সদস্যদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “শুধু সহকর্মী নন, তিনি ছিলেন একজন মানবিক মানুষ, যাঁর আচরণে সকলেই অনুপ্রাণিত হতেন। আমরা তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবো এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”

অনুষ্ঠানে আবেগময় কণ্ঠে আব্দুল করিম বলেন, “জীবনের দীর্ঘ কর্মজীবনে সততা ও কর্তব্যপরায়ণতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। শেরপুর জেলায় দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। সহকর্মীদের সহযোগিতা ও ভালোবাসা সব সময় মনে রাখবো। আমি আজ কৃতজ্ঞচিত্তে বিদায় নিচ্ছি। ভবিষ্যতেও যদি কখনো প্রয়োজন হয়, দেশ ও জাতির প্রয়োজনে নিজেকে প্রস্তুত রাখবো।”এর আগে একই দিন দুপুর ২টায় শেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে থানায় পৃথকভাবে আরও একটি বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

উভয় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম, ডিবি পুলিশের ওসি মোঃ রেজাউল ইসলাম খান, ডিআইও-১ খন্দকার মোঃ শহীদুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

রাজু

×