
ছবিঃ উদ্ধার হওয়া জেলেরা
কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ১৫ জেলের মধ্যে ১০ জনকে ছয় দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উদ্ধার হওয়া জেলেরা হচ্ছেন-লালুয়া ইউনিয়নের সাগর (২২), সাগর-২ (৩৩), রাজিব (২৫), রাহাত (৩৩), ইব্রাহিম (২৬), আমতলীর রফিক (৪০), আলীপুরের হাসান আকন (৩৩), হারুন (২৭), নোয়াখালীর হারুন (৪৫) ও বালিয়াতলীর হাসান (৩০)।
এর মধ্যে রাজিব, রফিক ও রাহাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
এ ছাড়া এখনও মিঠাগঞ্জ গ্রামের ইদ্রিস, কালাম, নজরুল, মাঝি আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিন নিখোঁজ রয়েছেন ।
জীবিত উদ্ধার হওয়া জেলে হাসান আকন বলেন, “বুধবার সকালে আমরা ১৫ জেলে একটি ট্রলারে মাছ ধরার জন্য গভীর সাগরে যাই। হঠাৎ ঝড়ো বাতাসে আমাদের বোট ডুবে যায়। অনেক কষ্টে আমরা লাইফ জ্যাকেট ও ভাঙা ফ্লোট ধরে ছয়দিন সাগরে ভেসে থাকি। অবশেষে এক ট্রলারের মাধ্যমে আমাদের উদ্ধার করা হয়।”
উদ্ধার হওয়া জেলেরা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকরা নিরলসভাবে কাজ করছেন। এর মধ্যে তিন নজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নোভা