ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা জখম, রামেক থেকে ঢাকায় স্থানান্তর

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৩:৫৬, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ১৩:৫৭, ২৯ জুলাই ২০২৫

রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা জখম, রামেক থেকে ঢাকায় স্থানান্তর

ছবি- দৈনিক জনকণ্ঠ

অভ্যন্তরীণ কোন্দলের জেরে রাজশাহীর চারঘাটে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ছাত্রদলের নেতা। সোমবার দিবাগত গভীর রাতে তাকে রাজশাহী থেকে সঙ্কটাপন্ন অবস্থায় ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে।

আহত ছাত্রদল নেতার নাম হাসান মোহাম্মদ আলী। তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। হামলায় আহত হয়েছেন চারঘাট পৌর যুবদলের সাবেক আহবায়ক তুষার আলী এবং ছাত্রদলকর্মী সেন্টু। এদের মধ্যে সেন্টু রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, পৌর যুবদলের সাবেক আহবায়ক তুষার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসানের বাড়ি মুক্তারপুর এলাকায়। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-ঘাট এবং দলীয় নিয়ন্ত্রণসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের এই দুই নেতার মধ্যে বিরোধ রয়েছে। উভয়ের মধ্যে সমঝোতার জন্য রবিবার সকালে উপজেলার মাড়িয়া এলাকায় জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বাড়িতে বৈঠকে বসানো হয়।

বৈঠকে আলোচনা চলাকালে তুষার এবং হাসানের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে হাসানের সমর্থক ছাত্রদলকর্মী মোমিন রড নিয়ে তুষারের মাথায় আঘাত করেন। এ সময় সমঝোতা বৈঠক ভণ্ডুল হয়ে যায়। তুষারের সমর্থকরা তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। এ ঘটনার জের ধরে রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার সরদহ ট্রাফিক মোড়ে ছাত্রদল নেতা হাসানের ওপর অতর্কিত হামলা চালান আহত যুবদল নেতা তুষার এবং তার অনুসারীরা।

এ সময় তুষার এবং তার সমর্থক শাহানুর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ছাত্রদল নেতা হাসানকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। তাদের ধারালো অস্ত্রের আঘাতে হাসানের কপাল, ঘাড়, পেট, ডান পায়ের হাঁটু এবং পায়ের পাতায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েও যায়। হাসানের সমর্থক সেন্টু তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। এ সময় হামলাকারীরা হাসানের মৃত্যু নিশ্চিত ভেবে তাকে ফেলে রেখে চলে যান।

পরে স্থানীয়রা হাসান এবং সেন্টুকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। দুজনের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাদের রামেক হাসপাতালে স্থানান্তর করেন। শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে সোমবার দিবাগত রাতে হাসানকে রামেক হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় একজন বিএনপি নেতা জানান, এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রণ, বালু ঘাট, হাটের ইজারা, চাঁদাবাজিসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা তুষার এবং ছাত্রদল নেতা হাসানের মধ্যে বিরাধ রয়েছে। সর্বশেষ রবিবার সকালে একটি সালিশের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বিরোধের জের ধরে জেলা বিএনপির আহবায়ক চাঁদের উপস্থিতিতেই ছাত্রদল নেতা হাসানের সমর্থক মোমিন যুবদল নেতা তুষারের ওপর হামলা চালায়। এরই সূত্র ধরে পরে তুষার ও তার সমর্থকরা হাসানের ওপর পাল্টা হামলা চালিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্য পাওয়া যায় নি।
 

নোভা

×