ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম

অভ্যুত্থানের প্রকৃত নায়ক তারাই, তারা জীবনের ঝুঁকি নিয়েছিল বলেই আমরা মুক্তি পেয়েছিলাম

প্রকাশিত: ২৩:০৮, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ২৩:০৯, ২৯ জুলাই ২০২৫

অভ্যুত্থানের প্রকৃত নায়ক তারাই, তারা জীবনের ঝুঁকি নিয়েছিল বলেই আমরা মুক্তি পেয়েছিলাম

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে সাহসী কিছু মুখের কথা স্মরণ করলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন: “রিফাত রশীদ, মাহিন সরকার, হান্নান মাসুদ, আব্দুল কাদের—অভ্যুত্থানের প্রকৃত নায়ক তারাই। তারা সাহস করেছিল, জীবনের ঝুঁকি নিয়েছিল বলেই আমরা মুক্তি পেয়েছিলাম। ছাত্র-জনতা পেয়েছিল বিজয়।”

নাহিদ ইসলামের এই মন্তব্যে প্রতিফলিত হয়েছে আন্দোলনের সময়কার উত্তাল দিনগুলোতে মাঠে থাকা তরুণদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

জুলাইয়ের ঐতিহাসিক আন্দোলনে এই চারজনের ভূমিকা ছিল মুখ্য। প্রশাসনের দমন-পীড়ন উপেক্ষা করে তারা ছিলেন রাজপথে, নেতৃত্ব দিয়েছেন ছাত্র-জনতার প্রতিরোধে।

আসিফ

×