ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

গাজীপুরের শ্রীপুরে নাহিদ ইসলাম

নতুন বাংলাদেশ হিসেবে লড়াই চলমান আছে, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো

নিজস্ব সংবাদদাতা, শ্রীপুর, গাজীপুর

প্রকাশিত: ২২:২০, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ২২:২১, ২৯ জুলাই ২০২৫

নতুন বাংলাদেশ হিসেবে লড়াই চলমান আছে, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করবো। মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনবো।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শহীদদের স্মরণে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের লড়াই শেষ হয়নি। আমাদের একটি নতুন বাংলাদেশ হিসেবে লড়াই চলমান আছে। আজকেও দেখেছেন, গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে, মহড়া দেয়ার চেষ্টা করছে। ভয় দেখিয়ে নাগরিক পার্টির জাতীয় গণঅভ্যুত্থানের শক্তিকে তারা রুখে দেবে— এটা তারা ভাবছে। গোপালগঞ্জে আমাদেরকে বাধা দিয়ে রাখা যায়নি। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি। আমরা গাজীপুরের মাটিতেও এসেছি। বাংলাদেশের ৬৪টি জেলায় আমরা গিয়েছি, যাবো। আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করবো। মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনবো।

জাতীয় নাগরিক পার্টির সাথে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের সাথে থাকবেন, তাদের জন্য দোয়া প্রার্থনা করুন।

আরও বক্তব্য রাখেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। স্থানীয় জনতা এবং এনসিপি নেতৃবৃন্দ নাহিদ ইসলাম ও সারজিস আলমকে একনজর দেখতে ভিড় করেন। এরপর তারা গাজীপুর জেলার রাজবাড়ি মাঠে আয়োজিত পদযাত্রায় অংশ নেয়ার উদ্দেশ্যে রওনা দেন।

ইমরান

×