ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

কুড়িগ্রামের কাউয়াহাগার ঘাটে নদী পারাপারে কাঠের সেতুই ভরসা

মোঃ শাহীন আলম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুড়িগ্রাম

প্রকাশিত: ০৯:০৯, ২৯ জুলাই ২০২৫

কুড়িগ্রামের কাউয়াহাগার ঘাটে নদী পারাপারে কাঠের সেতুই ভরসা

কুড়িগ্রামের কাউয়াহাগার ঘাটে নদী পারাপারে কাঠের সেতুই ভরসা

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের কাউয়াহাগার ঘাটে নদী পারাপারের একমাত্র ভরসা একটি কাঠের সেতু। সেতুটিই এখন ভরসা হয়ে আছে এলাকার  মানুষের জন্য। এই কাঠের সেতু দিয়েই প্রতিদিন পার হচ্ছেন স্কুলপড়ুয়া শিক্ষার্থী, বৃদ্ধ, কৃষকসহ নানা শ্রেণিপেশার মানুষ।

কাঠের সেতুর দুপাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, পাশে ছোট খাল আর একটি নৌকা, ওপরে সাদা মেঘে ঢাকা নীল আকাশ—পুরো দৃশ্যটাই যেন নদীমাতৃক বাংলাদেশের প্রতিচ্ছবি

স্থানীয় এক বাসিন্দা বলেন,  এই সেতু দিয়ে বাজারে যাই। ছেলে মেয়ে স্কুলে যায়

অবকাঠামো উন্নয়নের যুগে এসে এখনো এমন সেতুর উপর নির্ভরশীল থাকাটা স্থানীয়দের জন্য দুঃখজনক বলে মনে করছেন অনেকে। তারা দ্রুত একটি পাকা সেতু নির্মাণের আহ্বান জানিয়েছেন।

তাসমিম

আরো পড়ুন  

×