ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ম্যানহোল থেকে ২ কি.মি. দূরের বিলে মিলল সেই নিখোঁজ নারীর নিথর দেহ

প্রকাশিত: ১৯:৫৭, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ২০:০০, ২৯ জুলাই ২০২৫

ম্যানহোল থেকে ২ কি.মি. দূরের বিলে মিলল সেই নিখোঁজ নারীর নিথর দেহ

গাজীপুরের টঙ্গি এলাকায় খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া চাকরিজীবী নারী ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার করা হয়েছে ৩৭ ঘণ্টা পর। রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে তিনি দুর্ঘটনার শিকার হন।

দেখতে না পাওয়া খোলা ম্যানহোলে পড়ে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। টানা দুই দিন তল্লাশি চালানোর পর মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বাসপট্টি এলাকার টেকবাড়ি বিল থেকে জ্যোতির মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জ্যোতির হাতের ঘড়ি, গলার চেইন, হাতের চুড়ি ও পরনের পোশাক সবই ঠিকঠাক অবস্থায় ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সামাজিক সচেতনতার অভাবকে দায়ী করেন স্থানীয়রা।

একজন ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, “আজকে আমার বোন মরেছে, কালকে আপনার বোনও হারাতে পারে, আপনার মা, আপনার বাচ্চাও হারাতে পারে।” তিনি অভিযোগ করেন, “বড় বড় ড্রেনের মুখ খোলা, কোনো স্ল্যাব নেই। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, কেউ পড়ে গেলে আর খোঁজ মেলে না।”

গাফিলতির অভিযোগে সড়ক ও জনপদ (সওজ) বিভাগকে দায়ী করে গাজীপুর সিটি কর্পোরেশন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের নিয়ে গঠিত এই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ফারিয়া তাসনিম জ্যোতি ছিলেন দুই সন্তানের জননী ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের কর্মী। তার অকাল মৃত্যু নগর ব্যবস্থাপনার অব্যবস্থাপনা ও নাগরিক নিরাপত্তার দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে।

Jahan

আরো পড়ুন  

×