ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

‘দ্রোহের জয়যাত্রা’ শীর্ষক ‘জুলাই বিপ্লব’ বিশেষ আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতা: শিক্ষার্থীদের বিপ্লবী ভাবনা

আব্দুর রহিম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, নোয়াখালী

প্রকাশিত: ০১:০৪, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ০১:০৪, ৩০ জুলাই ২০২৫

‘দ্রোহের জয়যাত্রা’ শীর্ষক ‘জুলাই বিপ্লব’ বিশেষ আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতা: শিক্ষার্থীদের বিপ্লবী ভাবনা

ছবি: সংগৃহীত

এনজিসি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে নোয়াখালী সরকারি কলেজে ‘দ্রোহের জয়যাত্রা’ শীর্ষক ‘জুলাই বিপ্লব’ বিশেষ আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতার প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৯ জুলাই) বেলা ১২ টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি আরিফ হাসান এবং সাধারণ সম্পাদক আবুল হাসনাত রিজভী।

ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন, ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মুজাম্মেলুল হক, ক্লাবের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ শফিকুল আলম এবং জনাব বিধান মুহুরী।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আর্ট বিভাগের জাহিদুল ইসলাম সেজান ও ফটোগ্রাফি বিভাগের মেহেদি হাসান, সভাপতি নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব।

প্রতিযোগিতার আর্ট বিভাগে সাফানা রাওয়ান (বাংলা বিভাগ, ২০২৩-২৪) প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় স্থান অর্জন করেন মিথিলা ফারজানা (প্রাণীবিদ্যা বিভাগ, ২০২১-২২) এবং তৃতীয় স্থান পান বুশরা করিম (সমাজবিজ্ঞান বিভাগ, ২০২১-২০২২)।

ছবি: সংগৃহীত

ফটোগ্রাফি বিভাগে বিজয়ী হন ফাহমিদা আফরিন নুসাইবাহ (ইংরেজি বিভাগ, ২০২৩-২৪), দ্বিতীয় স্থান অর্জন করেন শাহাদাত হোসেন (পদার্থ বিজ্ঞান, ২০১৭-১৮) এবং তৃতীয় স্থান পান সানজিদা সাবরিন নিশাত (রসায়ন বিভাগ, ২০২১-২২)।

ছবি: সংগৃহীত

এই আয়োজনে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রতিভা ও দৃঢ় সংকল্পের প্রমাণ দিয়েছে এবং ‘জুলাই বিপ্লব’ এর ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেছে। অনুষ্ঠানটি সফল ও স্মরণীয় হয়ে ওঠে।

রাকিব

×