
ছবি: সংগৃহীত।
আপনার চোখ কতটা তীক্ষ্ণ আর পর্যবেক্ষণক্ষম? আজকের এই অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জে আপনি সেটিই যাচাই করে নিতে পারেন। ঘন পাতায় ভরা একটি প্রাকৃতিক দৃশ্যের মাঝে একটি প্রাণী চমৎকারভাবে নিজেকে ক্যামোফ্লাজ করেছে। কাজটি সহজ নয়-এই প্রাণীটিকে খুঁজে বের করার জন্য আপনার হাতে আছে মাত্র ৮ সেকেন্ড!
প্রথম দৃষ্টিতে ছবিটি শুধুই পাতায় ভরা একটি সাধারণ জঙ্গল বা গাছপালার দৃশ্য বলে মনে হতে পারে। কিন্তু একটু মনোযোগ দিয়ে তাকালেই দেখা যাবে কিছু অস্বাভাবিকতা-কোনো একটি অংশের টেক্সচারের ভিন্নতা, কান বা চোখের ছায়া কিংবা সামান্য ভিন্ন একটি আকৃতি। এগুলিই লুকিয়ে থাকা প্রাণীটির ইঙ্গিত দেয়।
এই ধরনের অপটিক্যাল ইলিউশন কেবল একটি মজার খেলা নয়, বরং মস্তিষ্ককে উদ্দীপিত করার দারুণ একটি মাধ্যম। এমন ধাঁধা সমাধান করার মাধ্যমে বাড়ে পর্যবেক্ষণ ক্ষমতা, মনোযোগ ও মানসিক স্বচ্ছতা।
সময় শুরু হোক…
৮
৭
৬
...
সময় শেষ!
আপনি কি খুঁজে পেয়েছেন লুকিয়ে থাকা প্রাণীটিকে?
যদি পেয়ে থাকেন, তবে অভিনন্দন! আপনি সত্যিই পর্যবেক্ষণক্ষম।
আর যদি এখনো খুঁজে না পান, চিন্তার কিছু নেই-এটা একটা চ্যালেঞ্জই ছিল।
উত্তর:
ছবির ভেতরে ক্যামোফ্লাজ হয়ে থাকা প্রাণীটি হলো ভাল্লুক (Bear)।
অপটিক্যাল ইলিউশন নিয়ে নিয়মিত অনুশীলন করলে আপনার চোখ ও মস্তিষ্ক আরও তীক্ষ্ণ হয়ে উঠবে। তাই মজা পেতে ও দক্ষতা বাড়াতে এ ধরনের চ্যালেঞ্জে অংশ নিন আরও বেশি করে।
মিরাজ খান