ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

দেশজুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা: ১১ দিনব্যাপী নজরদারি ও বিশেষ অভিযান

প্রকাশিত: ১৯:৪০, ২৯ জুলাই ২০২৫

দেশজুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা: ১১ দিনব্যাপী নজরদারি ও বিশেষ অভিযান

আসন্ন ১১ দিন (২৯ জুলাই থেকে ৮ আগস্ট) দেশব্যাপী নৈরাজ্যের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় সহিংসতা ও ভাঙচুরের আশঙ্কা থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিশেষ করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর ছদ্মবেশী তৎপরতা এবং গোপনে সহিংস পরিকল্পনার শঙ্কা থেকে এই সতর্কতা কার্যকর করা হয়েছে। যদিও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তথাপি দেশে–বিদেশে ছদ্মবেশে তারা সংগঠিত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশের বিশেষ শাখা (এসবি) মনে করছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও চলমান ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনলাইন এবং অফলাইনে উসকানিমূলক প্রচারণার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে।

এই প্রেক্ষাপটে রবিবার (২৮ জুলাই) দেশের সব পুলিশ ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। এসবির রাজনৈতিক উইংয়ের অতিরিক্ত ডিআইজির স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, সিটিএসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে।

চিঠিতে বলা হয়েছে, ঐ সময়ে সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল, মোটরসাইকেল ও মাইক্রোবাসসহ সব যানবাহন তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দর এলাকায় নজরদারি বৃদ্ধি এবং মোবাইল পেট্রোল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও নিরাপত্তা বাহিনীর এই তৎপরতা জনমনে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে আচমকা এই সতর্কতা জারির কারণ নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে।

পুলিশ সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন হলে বিশেষ অভিযানও চালানো হবে।

Jahan

×