ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

নারায়ণগঞ্জের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে শ্যোন অ্যারেস্ট

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৫, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৩৫, ২৯ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে শ্যোন অ্যারেস্ট

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা মামলায় বাংলাদেশ সুপ্রীমকোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে গ্রেপ্তারের আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেন এবিএম খায়রুল হক। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জনকণ্ঠের এ প্রতিবেদককে এ বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা যায়, মামলাটি তদন্ত করছেন অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মাকসুদুর রহমান হত্যা মালায় গ্রেপ্তারকৃত আসামী সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকে তদন্তের স্বার্থে এই মামলা শোন এ্যারেস্ট দেখানোর আবেদন করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বারী ভূইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছিলেন। যে মামলায় আসামি করা হয়েছিল বাংলাদেশ সুপ্রীমকোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। মামলায় তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগ করা হয়েছিল। 

শিহাব

×