ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সৃজিত-সুস্মিতার প্রেম গুঞ্জন: মুখ খুললেন অভিনেত্রী

প্রকাশিত: ২০:০৩, ২৯ জুলাই ২০২৫

সৃজিত-সুস্মিতার প্রেম গুঞ্জন: মুখ খুললেন অভিনেত্রী

টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রেম নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। 'ডিয়ার মা' ছবির প্রিমিয়ারে এবং 'মৃগয়া' সিনেমার সাফল্য উদ্‌যাপন পার্টিতে তাদের একসঙ্গে উপস্থিতি এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। পার্টিতে তাদের খুনসুটি ও আড্ডার ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনা তুঙ্গে ওঠে।

তবে এ সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, সৃজিতের সঙ্গে তার সম্পর্ক শুধুই বন্ধুত্বের। সুস্মিতা বলেন, "আমরা খুব ভালো বন্ধু, একান্ত কাছের। কিন্তু কেউ যদি তাতে অন্য মানে খুঁজে নেয়, সেটা তার ব্যাপার। সত্যি যদি কারও সঙ্গে প্রেম করতাম, সেটা গোপন রাখতাম। ঢাকঢোল পিটিয়ে সবার জানানো আমার স্বভাব নয়।"

তিনি আরও উল্লেখ করেন, তার ব্যক্তিগত সম্পর্ক সব সময় গোপনই থাকে। ইন্ডাস্ট্রির বাইরের এক ব্যক্তির সঙ্গে আড়াই-তিন বছরের সম্পর্কের কথা কেউ জানত না, কারণ তিনি তা প্রকাশ করেননি। সুস্মিতার মতে, প্রেম একান্ত ব্যক্তিগত বিষয়, যা গোপন রাখা উচিত। কিন্তু বন্ধুত্ব লুকিয়ে রাখার মতো কিছু নয়। উল্লেখ্য, সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির শুটিংয়ের সময় সুস্মিতা পুরীতে তার সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন। এর আগেও সৃজিতের সঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীসহ একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে, এবং তার স্ত্রী মিথিলার সঙ্গেও টানাপোড়েনের গুঞ্জন শোনা গেছে।

 

রাজু

×