ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

শিক্ষা ক্যালেন্ডার সমন্বয়ের দাবি শিক্ষার্থীদের

আজ থেকে শুরু কুয়েটের একাডেমিক কার্যক্রম

প্রবীর বিশ্বাস, খুলনা অফিস

প্রকাশিত: ০০:৩০, ২৯ জুলাই ২০২৫

আজ থেকে শুরু কুয়েটের একাডেমিক কার্যক্রম

আজ থেকে শুরু হচ্ছে কুয়েটের শিক্ষা কার্যক্রম

দীর্ঘ ৫ মাস ১০ দিন পর আজ থেকে শুরু হচ্ছে কুয়েটের শিক্ষা কার্যক্রম। বাকি যে সকল সংকট রয়েছে সেগুলোও পর্যায়ক্রমে নিরসন করা হবে। অপর দিকে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সহিংস ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরবেন না শিক্ষকরা; এমন সিদ্ধান্তের পরিবর্তন করেছে শিক্ষক সমিতি। তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে সিদ্ধান্ত। তবে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা। কিন্তু ঘটনায় সংশ্লিষ্টদের সাধারণ ক্ষমা এবং শিক্ষা ক্যালেন্ডার সমন্বয় করার দাবি তাদের।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -কুয়েট ক্যাম্পাস। 
গতকাল ছিল পর্যন্ত সুনসান নীরবতা। দীর্ঘ দিন ধরে বন্ধ শিক্ষা কার্যক্রম। এতে স্থবির হয়ে পড়ে অন্যান্য সকল কার্যক্রম। এতদিনে সমাধান হয়েছে সংকটের। শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। এতে খুশি শিক্ষার্থীরা। তবে সংঘর্ষের সেদিন ও পরবর্তীতে বিভিন্ন ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে প্রশাসন। এটা নিয়ে নতুন করে ভাবাচ্ছে শিক্ষার্থীদের। এসব কথা বলেন কয়েকজন শিক্ষার্থী। তারা আরও জানান শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের একটা দূরত্ব তৈরি হয়েছে। এটাও কমাতে হবে। শিক্ষকরা আমাদের পিতৃসমতুল্য তারা আমাদের সকল অপরাধ ক্ষমা করে বুকে টেনে নেবেন বলে প্রত্যাশা করি। এ ছাড়া সামনের ছুটিগুলো না দিয়ে যদি ক্লাস পরীক্ষা চলে তাহলে পড়ালেখার গ্যাপ পূরণ হবে। 
কুয়েটের ইসিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মনির হোসেন বলেন, সত্যিই এই সংকটে শিক্ষা কার্যক্রম থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে শিক্ষার্থীরা। কোনো কোনো বিভাগ ও ব্যাচের পরীক্ষা আটকে আছে। সঙ্গে ক্লাস অসমাপ্ত রয়েছে অনেকের। এটা কিভাবে সমন্বয় করা যায় সে বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমরা মনে করছি শিক্ষার্থীরা সহযোগিতা করলে এই বিষয়টিরও সমাধান হবে। শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন বলেন, সহিংস ঘটনায় জাড়িত ও শিক্ষকদের লাঞ্ছিতকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে এই এখনো আমাদের আছে।

তবে আজকের (সোমবার) শিক্ষক সমিতির মিটিংয়ে আমাদের সেই সিদ্ধান্ত তিন সপ্তাহের জন্য পিছিয়েছি। কেন না নতুন উপাচার্য স্যার আমাদের আশ্বস্ত করেছেন বিষয়টির সুরাহা করতে। তাই সভা মনে করেছে ক্লাস ও অন্যান্য কাজ একই সঙ্গে হবে। বিশ্ববিদ্যালয়ে নব নিযুক্ত উপাচার্য কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বলেন, সবকিছুর আগে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছি। কেননা শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয় থেকে পিছিয়ে পড়ছে। এ ছাড়া অনেক কিছু আছে সেগুলোর সমাধান পর্যায়ক্রমে করা হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আমার কথা হয়েছে, সকলেই আন্তরিক এবং সকলেই কাজে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে রাজনীতি বন্ধের দাবিতে বহিরাগতদের সঙ্গে সংঘর্ষ হয় শিক্ষার্থীদের সঙ্গে। এতে আহত হয় শতাধিক শিক্ষার্থী। এরপর শিক্ষার্থী ও শিক্ষকদের নানা দাবি দাওয়ায় বন্ধ হয়ে যায় কুয়েটের স্বাভাবিক কার্যক্রম। সংকট নিরসনে গত ২৪ জুলাই বুয়েটের ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। পরদিন বিকেলে তিনি যোগদান করেন।

এর আগে গত ১ মে চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. হযরত আলী উপাচার্য হিসেবে যোগদান করার পর সামস্যার সমাধন না করে মাত্র ১৮ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। এর আগে, গত ২৫ এপ্রিল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

প্যানেল হু

×