ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

ভিডিও বার্তায় চরম আতঙ্কে! এরপর থেকেই নিখোঁজ টিকটক বিজ্ঞানী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:১২, ২৯ জুলাই ২০২৫

ভিডিও বার্তায় চরম আতঙ্কে! এরপর থেকেই নিখোঁজ টিকটক বিজ্ঞানী

ছবি: সংগৃহীত

২১ বছর বয়সী আটলান্টার উদ্ভাবক ও সোশ্যাল মিডিয়া তারকা জুলিয়ান ব্রাউনকে নিয়ে কয়েক দিন ধরেই ইন্টারনেটে উত্তাল আলোচনা চলছে। ইনস্টাগ্রামে ১.৭ মিলিয়ন ফলোয়ার থাকা এই টিকটক সায়েন্টিস্ট হঠাৎ করে ‘নিজের ওপর হামলার’ দাবি করে নিখোঁজ হয়ে যান। তার এই আচমকা গায়েব হয়ে যাওয়ায় অনেকেই ধারণা করেন, হয়তো তাকে হত্যা করা হয়েছে, অপহরণ করা হয়েছে কিংবা কেউ তাকে চুপ করিয়ে দিয়েছে।

জুলিয়ান সম্প্রতি দাবি করেছিলেন, “আমার সঙ্গে কিছু হচ্ছে। প্লিজ, স্ক্রিন রেকর্ড করো এটা। আমি জানি না... কিন্তু আমি নিশ্চিতভাবে হামলার শিকার হচ্ছি।” এরপর থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে একেবারে উধাও হয়ে যান।

নেটিজেনরা সোচ্চার হয়ে FBI প্রধান কাশ প্যাটেল ও উপ-পরিচালক ড্যান বংগিনোর দৃষ্টি আকর্ষণ করতে থাকেন, যদিও কোনো নিখোঁজ ডায়েরি বা তদন্ত শুরু হয়নি।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাউনের মা নিয়া ব্রাউন জানান, “জুলিয়ান নিরাপদে আছে। তবে নিরাপত্তার স্বার্থে তার অবস্থান বা বিস্তারিত কিছুই প্রকাশ করতে পারছি না।” তিনি আরও বলেন, এখন তার ছেলে নিন্ম-প্রোফাইলে থাকছে।

অনেকে মনে করেন, জুলিয়ান তার ‘প্লাস্টোলিন’ নামক একটি মেশিন আবিষ্কারের জন্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এই যন্ত্রটি প্লাস্টিক বর্জ্যকে গ্যাসে রূপান্তর করে, যা দেখে অনেকেই ‘পরিবেশ বিপ্লব’ বলে উল্লেখ করেছেন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই প্রক্রিয়া "পাইরোলাইসিস" নামে বহু বছর ধরেই বিজ্ঞানে পরিচিত। কাজেই এটি নতুন কিছু নয়, এবং এ নিয়ে তাকে হত্যার বা হুমকির কারণ থাকার সম্ভাবনা খুব কম।

ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত প্রোফাইলে বলা হয়, তিনি Naturejab নামক সংস্থার প্রতিষ্ঠাতা। তার উদ্ভাবিত প্রযুক্তিতে "microwave pyrolysis" ব্যবহার করে প্লাস্টিক বর্জ্যকে পুনঃব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করা হয়।

তিনি 776 ফাউন্ডেশনের “Climate Fellow” প্রোগ্রামের অংশ ছিলেন, যা ভবিষ্যতের জন্য পরিবেশবান্ধব প্রযুক্তিতে তরুণদের সহায়তা করে। Reddit-এর সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ানের কাছ থেকে তিনি ১ লাখ ডলারের অনুদানও পেয়েছেন।

মুমু ২

×