ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সিঙ্গাপুর ও চীনের মধ্যে সম্পর্ক জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক

মো: রেজাউল করিম, কন্ট্রিবিউটিং রিপোর্টার,সিঙ্গাপুর

প্রকাশিত: ১৬:৫৪, ২৯ জুলাই ২০২৫

সিঙ্গাপুর ও চীনের মধ্যে সম্পর্ক জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক

চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান মন্ত্রী লিউ জিয়ানচাও এবং তার প্রতিনিধিদলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেছেন সিঙ্গাপুরের মন্ত্রী চান চুন সিং।

সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে মন্ত্রী চান বৈঠকে অংশগ্রহণ করে উভয় দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ঘনিষ্ঠ কর্মসম্পর্কের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষের মধ্যে অর্থবহ ও আন্তরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৈশ্বিক অস্থিরতা এবং অনিশ্চয়তার প্রেক্ষাপটে দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রী চান চুন সিং বলেন, “সিঙ্গাপুর ও চীন বহুদিন ধরে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করে আসছে। এই বৈঠকের মাধ্যমে আমরা যৌথভাবে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছি।”

তিনি আন্তরিক এবং গঠনমূলক আলোচনার জন্য মন্ত্রী লিউ জিয়ানচাওকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, এই বৈঠকটি সিঙ্গাপুর-চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

শেখ ফরিদ

আরো পড়ুন  

×