
ছবি: জনকণ্ঠ
রাজশাহীর দুর্গাপুরে আমার চোখে জুলাই বিপ্লব "সবুজ জুলাই, সবুজ বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করা হয়। রাজশাহী জেলা পরিষদের পক্ষ হতে, উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০০টি ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।
২৯ জুলাই (মঙ্গলবার) সকাল দশটায় উপজেলা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট বৃক্ষ রোপনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ সময় দুর্গাপুর ডিগ্রী কলেজে ২৩টি, দুর্গাপুর ফাজিল মাদ্রাসায় ২০টি, দুর্গাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২০টি, দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১টি, আমগাছি সাহারবানু উচ্চ বিদ্যালয়ে ২০টি, পানানগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ২১টি, দেবিপুর উচ্চ বিদ্যালয়ে ১৯টি, হাটকানপাড়া জোবেদা ডিগ্রী কলেজে ১৯টি, কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয়ে ১৭টি, কাঠাঁলবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজে ১৭টি আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, চালতার বৃক্ষ বিতরণ করা হয়।
বৃক্ষ রোপণ অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উক্ত কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে উপস্থিত ছিলেন সৌরভ রহমান, তারিক আহমেদ সিদ্দিকী, মোসাঃ নুসরাত জাহান, উম্মে তুজ মোহনা, মোঃ নয়ন হাসান রাব্বী, মোঃ মেহেদী হাসান, মোঃমাসুম বিল্লাহ, অনির্বাণ সরকার, মোঃশাহরিয়া, মোঃ সুয়াহব ইমতিয়াজ আমিও, মোঃ লুকমান মাহদী প্রমুখ। বৃক্ষ বিতরণ শেষে দুর্গাপুর ফাজিল মাদ্রাসার বৃক্ষ রোপণ করেন ইউএনও।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, গাছ লাগাই পরিবেশ বাঁচাই। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা ও জনসংখ্যার চাহিদার সঙ্গে মিল রেখে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই ।সরকারি-বেসরকারি ও ব্যক্তিগতভাবে সকলের উচিত বৃক্ষ রোপণে এগিয়ে আসা। পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে গাছের বিকল্প নেই।
আবির