ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

বাহুবলে বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

নাজমুল ইসলাম হৃদয়, হবিগঞ্জ

প্রকাশিত: ০০:৩৫, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ০০:৩৬, ৩০ জুলাই ২০২৫

বাহুবলে বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: সংগৃহীত

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ও পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিতে সারাদেশের ন্যায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল কলেজ গেইটের সামনে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক ও পরিচালকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠিত মানববন্ধনে বাহুবল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক সিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সদস্য সচিব সালেহ আহমেদ আবিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সদস্য সচিব মিজানুর রহমান চৌধুরী, হবিগঞ্জ মাতৃচায়া কেজি এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা মঙ্গল রায়, অভিবাবক আব্দুর রকিব, মিয়া মোহাম্মদ সিজিল, বিল্লাল মিয়া, মিরপুর সানশাইন মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা এম. সামছু উদ্দিন, শাহপরান স্কুলের প্রধান শিক্ষক এনামূল হক শিমাল, দ্য হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মনি শংকর দেব, ডুবাঐ ইন্টারন্যাশনাল স্কুলের কামরুল ইসলাম, মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের রুহুল আমিন, দ্য লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের আলা উদ্দিন, নিউ ভিশন মডেল হাই স্কুলের আবু ইউসুফ, সৃজন জুনিয়র হাই স্কুলের তোফাজ্জল হক, দ্য মেরিট স্কুল, মিরপুর ইসলামি একাডেমির রহমত মুন্না, শাহপরান প্রি ক্যাডেট স্কুল, আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলসহ উপজেলার ২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ  অভিভাবক ও পরিচালকবৃন্দ।

মানববন্ধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সম্মিলিতভাবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিনের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

রাকিব

×