
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন এবং মোটরসাইকেল ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।
সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার প্রতি অমনোযোগীতা, শৃঙ্খলা ভঙ্গ এবং প্রযুক্তির অপব্যবহারের নানা অভিযোগ উঠে আসায় মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলার এক জনসচেতনতামূলক অনুষ্ঠানে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
ঘোষণায় বলা হয়, উপজেলার কোনো শিক্ষার্থী যিনি প্রাথমিক, মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট পর্যায়ে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিয়ে আসতে পারবে না। একই সঙ্গে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষার্থীদের মোটরসাইকেল চালানো কিংবা ব্যবহার করাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, "বর্তমানে অনেক শিক্ষার্থী মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে, যার প্রভাব তাদের পড়ালেখায় পড়ছে। একই সঙ্গে মোটরসাইকেল ব্যবহারের ফলে দুর্ঘটনা, বেপরোয়া চালনা ও সময় অপচয় বাড়ছে। তাই এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।"
তিনি আরও সতর্ক করেন, কেউ নিয়ম ভঙ্গ করলে তার অভিভাবককে উপজেলা প্রশাসনে ডেকে এনে ব্যক্তিগতভাবে শুনানি করা হবে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
এই সিদ্ধান্তকে ঘিরে অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, সচেতন মহল ইউএনও’র এই উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে দেশের বিভিন্ন অঞ্চলেও শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তবে সেখানে প্রশাসনিক তদারকি ছিল দুর্বল। ফটিকছড়িতে এই নিষেধাজ্ঞার কার্যকর বাস্তবায়নে প্রশাসন কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।
আফরোজা