ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ইসরায়েল যেসব শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

প্রকাশিত: ০৪:০৪, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ০৪:০৫, ৩০ জুলাই ২০২৫

ইসরায়েল যেসব শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

গাজায় মানবিক বিপর্যয় নিরসনে ইসরায়েল কার্যকর পদক্ষেপ না নিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সরকারের এক আনুষ্ঠানিক বিবৃতি।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সক্রিয়ভাবে চিন্তা করছেন প্রধানমন্ত্রী স্টারমার। তবে ইসরায়েলের প্রতি কয়েকটি স্পষ্ট শর্তও তুলে ধরেছেন তিনি।

ব্রিটিশ সরকারের ভাষ্যমতে, স্বীকৃতির আগে ইসরায়েলকে গাজায় চলমান ‘ভয়াবহ মানবিক পরিস্থিতি’র অবসানে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে, অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে এবং পশ্চিম তীরের দখলদারি বন্ধে প্রতিশ্রুতি জানাতে হবে। পাশাপাশি, দীর্ঘমেয়াদি দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে কার্যকর শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, ‘ইসরায়েল ও হামাসের মধ্যে তুলনা চলে না। তবে হামাসকে অবশ্যই সব জিম্মিকে মুক্তি দিতে হবে, যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে এবং গাজায় প্রশাসনিক কর্তৃত্ব থেকে সরে দাঁড়াতে হবে। অস্ত্র পরিত্যাগ করাও তাদের জন্য অপরিহার্য।’

প্রসঙ্গত, যুক্তরাজ্যে গ্রীষ্মকালীন ছুটির মাঝেও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই জরুরি মন্ত্রিসভা বৈঠক ডাকেন। বৈঠকে ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি নতুন শান্তি পরিকল্পনা এবং গাজায় মানবিক সহায়তা জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।

এদিকে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য স্টারমারের ওপর চাপ বাড়ছিল কয়েক সপ্তাহ ধরেই। সম্প্রতি যুক্তরাজ্যের ২২১ জন পার্লামেন্ট সদস্য তাঁকে একটি চিঠি দেন। তাঁরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। স্বাক্ষরকারীদের মধ্যে লেবার পার্টির বহু আইনপ্রণেতাও রয়েছেন।

এছাড়া, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁও সেপ্টেম্বরের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। বর্তমানে বিশ্বের ১৩৯টির বেশি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

রাকিব

আরো পড়ুন  

×