ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

মেহেরীন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাতে গেলেন রিজভী

প্রকাশিত: ১৭:৫৬, ৩০ জুলাই ২০২৫

মেহেরীন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাতে গেলেন রিজভী

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শহীদ শিক্ষিকা মেহেরীন চৌধুরীর শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের মাটি ও মানুষের নেতা মীর সরফত আলী সপু

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক, সদস্যসচিব হাজী মো. মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম-আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, এ.বি.এম. আবদুর রাজ্জাক, মো. আকতার হোসেনএম. কফিল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ মো. জামির হোসেন, মো. মোস্তফা কামাল হৃদয় এবং মো. মনির হোসেন উপস্থিত থেকে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

সানজানা

×