
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শহীদ শিক্ষিকা মেহেরীন চৌধুরীর শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের মাটি ও মানুষের নেতা মীর সরফত আলী সপু।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক, সদস্যসচিব হাজী মো. মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম-আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, এ.বি.এম. আবদুর রাজ্জাক, মো. আকতার হোসেন ও এম. কফিল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ মো. জামির হোসেন, মো. মোস্তফা কামাল হৃদয় এবং মো. মনির হোসেন উপস্থিত থেকে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
সানজানা