ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সাদিয়া আয়মান

আল্লাহর দোহাই লাগে, এসব সত্যি ভেবে বিশ্বাস করবেন না

প্রকাশিত: ১৬:২৯, ২৯ জুলাই ২০২৫

আল্লাহর দোহাই লাগে, এসব সত্যি ভেবে বিশ্বাস করবেন না

ছবিঃ সংগৃহীত

সামাজিক মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে নকল ছবি ও ভিডিও তৈরি করে ছড়ানোয় বিড়ম্বনায় পড়ছেন দেশের অনেক তারকা, বিশেষ করে নারী শিল্পীরা। বিষয়টি সাম্প্রতিক সময়ে ভয়াবহ রূপ নিয়েছে।

এই ইস্যুতে এবার মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এক ফেসবুক পোস্টে তিনি তার ভক্তদের সতর্ক করে বলেছেন, এসব এআই-সম্পাদিত ছবি ও ভিডিও একদমই বিশ্বাসযোগ্য নয় এবং এগুলো সত্যি ভেবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

তিনি লেখেন, “কিছু কিছু পেজ আছে যারা সেলিব্রিটিদের ছবি এআই দিয়ে এডিট করে ছড়ায়। মনে হয়, আমার ছবি বানিয়ে ছড়াতে ওদের বেশি মজা লাগে। হয়তো ওরা এটা থেকে আয়ও করে, এটাই ওদের রুজি-রোজগার। কিন্তু এতে তাদের সস্তা ও নিচু মানসিকতা স্পষ্ট হয়।”

তিনি আরও লিখেছেন, “সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে—২০২৫ সালেও অনেক মানুষ এখনো বুঝতে পারে না কোনটা আসল আর কোনটা এআই! তারা সেই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে সত্যি ভেবে মন্তব্য করে!”

সাদিয়ার আবেদন, “ভাই-বোনেরা, একটু সচেতন হোন! আল্লাহর দোহাই লাগে, এসব এআই দিয়ে বানানো ভুয়া কনটেন্টকে সত্যি ভেবে বিশ্বাস করবেন না।”

শেষে তিনি অনুরোধ করেন, “যদি কখনো এরকম কোনো ছবি বা ভিডিও দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে সেই পোস্ট বা পেইজ রিপোর্ট করুন এবং ব্লক করে দিন। আমি এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের কাছে তুলে দেব, তারা ব্যবস্থা নেবেন।”

 

মারিয়া

×