ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

ঘরোয়া কফি দিয়েই ত্বক হবে ঝকঝকে! জানুন ৫টি ম্যাজিক টিপস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৫, ২৯ জুলাই ২০২৫

ঘরোয়া কফি দিয়েই ত্বক হবে ঝকঝকে! জানুন ৫টি ম্যাজিক টিপস

ছবি: সংগৃহীত

সকালের ঘুম ভাঙাতে কফির জুড়ি নেই, এ কথা আমরা সবাই জানি। কিন্তু জানেন কি, আপনার রান্নাঘরের কফি দিয়ে ত্বকও জেগে উঠতে পারে একদম নতুনভাবে? হ্যাঁ, কফি শুধু পান করার জন্যই নয়, বরং এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও ত্বকের ক্লান্তি দূর করতেও দারুণ কার্যকর।

কফিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, আর ক্যাফেইন ত্বকের ফোলাভাব কমাতে, উজ্জ্বলতা বাড়াতে ও কিছুটা টানটান ভাব আনতে সাহায্য করে। নিচে দেখে নিন কফি ব্যবহার করে ঘরেই কীভাবে আপনি পেতে পারেন সেই কাঙ্ক্ষিত গ্লো:

১. ‘লেজি গার্ল’ কফি স্ক্রাব:
যা লাগবে:

  • ১ চামচ গ্রাউন্ড কফি
  • ১ চামচ মধু
  • সামান্য অলিভ অয়েল বা নারকেল তেল

ব্যবহার পদ্ধতি: সব উপকরণ মিশিয়ে মুখে হালকা ঘষে ম্যাসাজ করুন। ১-২ মিনিট পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কেন কার্যকর: কফি স্কিন এক্সফোলিয়েট করে, মধু হাইড্রেট করে, আর তেল দেয় প্রাকৃতিক গ্লো।

২. কফি-দইয়ের মাস্ক:
যা লাগবে:

  • ১ চামচ কফি
  • ২ চামচ টকদই

ব্যবহার পদ্ধতি: পেস্ট তৈরি করে পরিষ্কার মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কেন ভালো: দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বক মসৃণ করে, কফি ক্লান্তি দূর করে।

৩. কফি আইস কিউবস:
যা লাগবে:

  • ফ্রেশ ব্ল্যাক কফি
  • আইস ট্রে

ব্যবহার পদ্ধতি: কফি আইস কিউব তৈরি করে নিন। সকালে এক টুকরো আইস কিউব নরম কাপড়ে মুড়িয়ে মুখে ঘষে নিন।

কার্যকারিতা: ঠান্ডা আর ক্যাফেইন মিলিয়ে তাৎক্ষণিকভাবে ফোলাভাব কমায় ও ত্বক টানটান করে তোলে।

৪. কফি আন্ডার-আই ফিক্স:
যা লাগবে:

  • ১ চামচ কফি
  • ১ চামচ অ্যালোভেরা জেল

ব্যবহার পদ্ধতি: মিশিয়ে চোখের নিচে হালকা করে লাগান, ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

কেন কাজে দেয়: কফি রক্ত সঞ্চালন বাড়ায়, অ্যালোভেরা শীতলতা ও আর্দ্রতা দেয়।

৫. ফুল-বডি কফি স্ক্রাব:
যা লাগবে:

  • ১/৪ কাপ কফির গুঁড়া
  • ২ চামচ ব্রাউন সুগার
  • ২ চামচ নারকেল তেল

ব্যবহার পদ্ধতি: গোসলের সময় শরীরের রুক্ষ অংশে ঘষে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

কেন দারুণ: ত্বক হবে মসৃণ, উজ্জ্বল, এমনকি নিয়মিত ব্যবহারে সেলুলাইট কমতেও সাহায্য করতে পারে।

×