ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

জাকারবার্গের ‘গোপন অস্ত্র’ প্রকাশ! চ্যাটজিপিটি সহ-নির্মাতাকে মেটার বৈজ্ঞানিক প্রধান বানালেন

প্রকাশিত: ১৫:৫৩, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৫৪, ২৯ জুলাই ২০২৫

জাকারবার্গের ‘গোপন অস্ত্র’ প্রকাশ! চ্যাটজিপিটি সহ-নির্মাতাকে মেটার বৈজ্ঞানিক প্রধান বানালেন

ছবি: সংগৃহীত

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটা সিইও মার্ক জাকারবার্গ ঘোষণা করেছেন যে, ওপেনএআই-এর চ্যাটজিপিটির সহ-নির্মাতা শেংজিয়া ঝাও এখন থেকে মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবসের প্রধান বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঝাও ছিলেন মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-তে বহুল বিনিয়োগ ও বহু বিলিয়ন ডলারের নিয়োগ অভিযানের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কিছু কৌশলগত নিয়োগের একজন।

চ্যাটজিপিটি-এর সহ-নির্মাতা শেংজিয়া ঝাও

জুন মাসে প্রকাশিত একটি মেমোয় নতুন নিয়োগপ্রাপ্তদের তালিকায় তার নাম উল্লেখ ছিল, কিন্তু এবার জাকারবার্গ নিজেই তাকে Meta Superintelligence Labs-এর সহ-প্রতিষ্ঠাতা এবং “প্রথম দিন থেকেই এর প্রধান বিজ্ঞানী” হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন।

জাকারবার্গ বলেন, “এখন আমাদের নিয়োগ প্রক্রিয়া ভালোভাবে চলছে এবং আমাদের দল গঠিত হচ্ছে, তাই আমরা তার নেতৃত্বের ভূমিকা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি।”

**ঝাও সরাসরি জাকারবার্গ এবং স্কেল এআই (Scale AI)-এর সাবেক সিইও ও বর্তমানে মেটার প্রধান এআই কর্মকর্তা (Chief AI Officer) আলেক্সান্দর ওয়াং-এর কাছে রিপোর্ট করবেন।

জাকারবার্গ আরও বলেন, “শেংজিয়া ইতোমধ্যেই একাধিক বৈপ্লবিক আবিষ্কার করেছেন, যার মধ্যে রয়েছে একটি নতুন স্কেলিং প্যারাডাইম। তিনি নিজেকে এই ক্ষেত্রে একজন স্বীকৃত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আমি তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সামনে এগিয়ে নিতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে মুখিয়ে আছি।”

তিনি আরও যোগ করেন, “আগামী কয়েক বছর হতে যাচ্ছে সত্যিই উত্তেজনাপূর্ণ!”

GPT-4, mini মডেল, 4.1 ও o3-এর নির্মাণেও ঝাও-এর ভূমিকা

চ্যাটজিপিটি-এর সহ-নির্মাতা হওয়ার পাশাপাশি শেংজিয়া ঝাও GPT-4, মিনি মডেল, GPT-4.1 ও o3 তৈরি করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, জানিয়েছে সিএনবিসি।

এছাড়াও তিনি এর আগে সিনথেটিক ডেটা (কৃত্রিম তথ্য) নিয়ে গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ওপেনএআই-এ।

অন্যদিকে, মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্দর ওয়াং টুইটার/এক্স-এ লেখেন, “আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে @shengjia_zhao এখন থেকে মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবসের প্রধান বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করবেন! শেংজিয়া একজন অসাধারণ বিজ্ঞানী, যিনি সম্প্রতি তার গবেষণায় একটি নতুন স্কেলিং প্যারাডাইম প্রবর্তন করেছেন। তিনি আমাদের বৈজ্ঞানিক দিকনির্দেশনা নির্ধারণ করবেন।”

এআই প্রতিভা দখলে বিলিয়ন ডলার ঢালছে মেটা

সাম্প্রতিক মাসগুলোতে, গুগল, ওপেনএআই, অ্যাপল ও অ্যানথ্রোপিক-এর মতো প্রতিষ্ঠান থেকে এআই প্রতিভা নিয়োগে বহু বিলিয়ন ডলার খরচ করেছে মেটা।

এছাড়া, মেটা ১৪ বিলিয়ন ডলারে ScaleAI অধিগ্রহণ করেছে এবং তার সিইওকে মেটার প্রধান এআই কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেছে।

জাকারবার্গ আরও জানান, মেটা যুক্তরাষ্ট্রজুড়ে বিশাল এআই ডেটা সেন্টার নির্মাণে শত শত বিলিয়ন ডলার ব্যয় করবে।

আবির

আরো পড়ুন  

×