ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

চ্যাট, সার্চ, ভয়েস—সব এক জায়গায়! এজ ব্রাউজারে মাইক্রোসফটের নতুন বিস্ময় ‘কোপাইলট মোড’

প্রকাশিত: ২১:১২, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ২১:১২, ২৯ জুলাই ২০২৫

চ্যাট, সার্চ, ভয়েস—সব এক জায়গায়! এজ ব্রাউজারে মাইক্রোসফটের নতুন বিস্ময় ‘কোপাইলট মোড’

ছবি: সংগৃহীত

মাইক্রোসফট তাদের এজ ব্রাউজারে নতুন এক ফিচার চালু করেছে, যার নাম ‘কোপাইলট মোড’। এই ফিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে ওয়েব ব্রাউজিংকে আরও সহজ ও ব্যক্তিকেন্দ্রিক করতে তৈরি করা হয়েছে। সোমবার এ ঘোষণা দিয়ে মাইক্রোসফট জানায়, এই ফিচারটি ব্যবহারকারীদের ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করবে এবং এআই-চালিত ব্রাউজার প্রযুক্তির প্রতিযোগিতায় তাদের শক্ত অবস্থানে নিয়ে যাবে।

‘কোপাইলট মোড’-এ একীভূত হয়েছে সার্চ, ওয়েব ন্যাভিগেশন ও ট্যাব ম্যানেজমেন্ট। এতে ব্যবহারকারীরা নির্দিষ্ট বিষয়ে ভিত্তি করে তাদের ব্রাউজিং সাজাতে পারবেন, একাধিক ট্যাবের ফলাফল একসঙ্গে তুলনা করতে পারবেন, এবং আলাদা আলাদা পেজে যাওয়া ছাড়াই বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবেন।

এই ফিচারে থাকবে একটি মাত্র ইনপুট বক্স, যেখানে চ্যাট, সার্চ ও ন্যাভিগেশনের কাজ একসঙ্গে করা যাবে। ভয়েস কমান্ডও থাকবে, ফলে উইন্ডোজ ও ম্যাক পিসিতে ব্যবহারকারীরা হাত ছাড়াই ব্রাউজ করতে পারবেন।

মাইক্রোসফট জানিয়েছে, “কোপাইলট শুধু তখনই ব্রাউজিং কনটেন্টে অ্যাক্সেস নিতে পারবে, যখন ব্যবহারকারী এটি চালু করবেন। এটি ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকলে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে।” ভবিষ্যতে ব্যবহারকারীরা চাইলে কোপাইলটকে আরও কিছু অনুমতি দিতে পারবেন— যেমন ব্রাউজিং ইতিহাস, সংরক্ষিত পাসওয়ার্ড ইত্যাদিতে প্রবেশাধিকার। এতে করে কোপাইলট ব্যবহারকারীর হয়ে বিভিন্ন জটিল কাজ যেমন বুকিং করা বা দৈনন্দিন কাজের ব্যবস্থাপনা করতেও সক্ষম হবে।

এই ফিচারটি এআই-সমন্বিত ব্রাউজার প্রযুক্তির সামগ্রিক প্রবণতার অংশ। প্রতিযোগী প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি এআই (যা এনভিডিয়া দ্বারা সহায়তা প্রাপ্ত) সম্প্রতি তাদের নিজস্ব ব্রাউজার ‘কমেট’ চালু করেছে। এদিকে গুগল চলতি বছর তাদের সার্চ ইঞ্জিনে ‘এআই মোড’ যুক্ত করেছে এবং ইতোমধ্যেই ব্যবহারকারীদের সাড়া বৃদ্ধির তথ্য দিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই-ও নিজেদের এআই-চালিত ব্রাউজার আনার প্রস্তুতি নিচ্ছে।

কোপাইলট মোড বিনামূল্যে চালু করা হচ্ছে এবং নির্দিষ্ট বাজারে সীমিত সময়ের জন্য এটি পাওয়া যাবে। তবে কেউ এই ফিচার ব্যবহার করতে না চাইলে এজ ব্রাউজারের সেটিংস মেনু থেকে এটি বন্ধ করে দিতে পারবেন।

আবির

আরো পড়ুন  

×