
ছবি: সংগৃহীত।
বর্তমান সময়ে স্মার্টফোন ও কম্পিউটারে সাইবার হামলার সংখ্যা বাড়লেও সুরক্ষিত থাকার উপায় একেবারে অসম্ভব নয়। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, কিছু সহজ ও সচেতন পদক্ষেপই বেশিরভাগ অনলাইন আক্রমণ ঠেকাতে পারে।
এ সপ্তাহে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI দুটি গুরুত্বপূর্ণ সাইবার হুমকির বিষয়ে সতর্কতা দিয়েছে। এর মধ্যে রয়েছে "ফ্যান্টম হ্যাকার" নামক একটি পুরনো প্রতারণার নতুন রূপ, যেখানে ব্যবহারকারীদের ভুলিয়ে ক্ষতিকর অ্যাপ ইন্সটল করানো হয়। দ্বিতীয় হুমকিটি হচ্ছে ভুয়া গুগল ক্রোম ইনস্টল ও আপডেট সংক্রান্ত প্রতারণা, যার মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের ডিভাইসে র্যানসমওয়্যার ঢুকিয়ে দেয়।
বিশেষজ্ঞদের মতে, এসব অ্যাপ ইন্সটল না করলেই এ ধরনের হামলা এড়ানো সম্ভব। একইভাবে, সম্প্রতি ৫০০০% হারে বেড়ে যাওয়া অ্যামাজন ইমেইল প্রতারণা থেকেও সতর্ক থাকতে হবে। এইসব মেসেজে ক্লিক না করাই বুদ্ধিমানের কাজ, যদিও তা অ্যামাজনের মতো পরিচিত উৎস থেকে এসেছে বলে মনে হয়।
এবার নতুন করে আলোচনায় এসেছে গুগল ইমেইল হ্যাকিং নিয়ে সতর্কবার্তা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি প্রতিবেদন, যাতে বলা হচ্ছে, "[email protected]" ঠিকানা ব্যবহার করে হ্যাকাররা ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে। তারা এমন ইমেইল পাঠাচ্ছে, যেখানে সাইন-ইন লিংক রয়েছে এবং তাতে ক্লিক করলে গুগল অ্যাকাউন্টের তথ্য হ্যাকারদের হাতে চলে যাচ্ছে।
গুগল স্পষ্টভাবে জানিয়েছে, কোনো সত্যিকারের গুগল ইমেইলে এমন লিংক থাকবে না, যা ব্যবহারকারীকে নতুন করে সাইন-ইন করতে বলে।
“গুগলের নাম করে পাঠানো অনেক ফিশিং ইমেইলে ‘Suspicious sign-in prevented’ বা অন্য অফিসিয়াল বার্তার অনুকরণ দেখা যায়, যা মূলত তথ্য চুরি করার ফাঁদ,”— জানিয়েছে গুগল।
তারা আরও বলেছে, “গুগল কখনোই ইমেইলের মাধ্যমে আপনার পাসওয়ার্ড, ভেরিফিকেশন কোড বা অন্য কোনো সংবেদনশীল তথ্য চাইবে না। গুগল কখনোই আপনাকে কল করে বা টেক্সট মেসেজের মাধ্যমে লগইন পেজে যেতে বলবে না।”
সতর্ক থাকার জন্য যা করতে হবে:
কোনো ইমেইলে সাইন-ইন লিংক থাকলে তা এড়িয়ে যান।
গুগলের মতো দেখালেও সন্দেহজনক ইমেইল ডিলিট করুন।
কোনো অ্যাপ বা সফটওয়্যার ইন্সটলের আগে বিশ্বস্ত উৎস থেকে ডাউনলোড করুন।
অপরিচিত ইমেইলের লিংক বা অ্যাটাচমেন্টে ক্লিক করবেন না
এই সহজ নিয়মগুলো মেনে চললে, আপনার জিমেইল অ্যাকাউন্টসহ অন্যান্য অনলাইন অ্যাকাউন্টও সুরক্ষিত থাকবে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
মিরাজ খান